নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার গান গাই

আমি তোমাদের গান গাই

এ,আর রানা

স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলার

এ,আর রানা › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ দেব নাকি কৃতজ্ঞতা প্রকাশ করব ...

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪





যুদ্ধাপরাদীর বিচার কার্যের রায় হলো বৈকি অথচ আসামী পলাতক । এই রায় কার্যকর কতটুকু সফল হবে তাই দেখার বিষয় । বর্তমান সরকার আমলে উক্ত রায় কার্য সফল করা সম্ভব হবে কিনা তাও অনিশ্চিত,যেহেতু আজও মিলেনি বাচ্চু মিয়া কোথায় আছেন । তাই এতটা খুশি কি করে হবেন । আর যে সকল অপরাধী ট্রাইবুনালের হাতে , সে সব রাজাকারের বিচার চলমান,এখনও রায় প্রধান সম্ভব হচ্ছেনা, কিন্তু কেন ? যুদ্ধাপরাদী বাচ্চু মিয়া যতটা অপরাধী তার চেয়ে অপরাধী কি ইনারা কম , হিসেব মিলাতে পারছিনা । তার ছেয়ে বড় কথা হলো সরকার পরিবর্তন হলে এই রায় কতটুকু ঠিক থাকবে । অনেক প্রমান আছে এমন পরিবর্তনের | ধর্ষণে সেঞ্চুরি করেও দিব্বী জীবন যাবন কাটাচ্ছেন অনেক আরাম আয়েশে বিদেশে তাও সরকারের সাহায্যে । অনেক খুনি ফাসির রায় থেকে পেয়েছেন মুক্তি । আমি বলতে চাই ৭১এর ঘাতক চাইতে কি কম অপরাধী যারা আমার মা বোনের সম্ভ্রম কেড়ে ১০০ তম অনুষ্ঠান পালন করে । যারা এসিডে ঝলসে দেয় নারীর জীবন,যারা প্রকাশ্যে লাখ মানুষের সামনে কুপিয়ে হত্যা করে আমার ভাইকে । সত্যি প্রশ্ন থেকে যায়,কতটুকু সফল হবে বাঙালি জাতি এই কলংকের কালো দাগ মুছতে ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যারা এই রাজাকাকে পালিয়ে যেতে সাহায্য করেছে তাদেরও বিচার চাই।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

এ,আর রানা বলেছেন: ভাই এত বিচার করতে সময় লাগব । ধর্য্য ধরেন আপনি দেখতে না পারলেও,আপনার নাতি - পুতিরা দেইখা জিতে পারব ইনসাল্লাহ ..

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

আরিফ১৯৭৮০০৭ বলেছেন: আমি বলতে চাই ৭১এর ঘাতক চাইতে কি কম অপরাধী যারা আমার মা বোনের সম্ভ্রম কেড়ে ১০০ তম অনুষ্ঠান পালন করে । যারা এসিডে ঝলসে দেয় নারীর জীবন,যারা প্রকাশ্যে লাখ মানুষের সামনে কুপিয়ে হত্যা করে আমার ভাইকে ।

ওদের সরিয়াল আসতে আরো মোটামুটি ২০০বছর অপেক্ষা করতে হবে। বর্তমানে ৪২বছর আগের বিচার চলছে। অপেক্ষা করুন। আপনি না পারেন আপনার ভবিষ্যত প্রজন্ম এদের বিচার দেখবে।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

ভেজাল* বলেছেন: তারা যখন তরতাজা আসামী ছিল যুদ্ধের পর পর, তখন‌ই কিছু করা হয়নি। এখন আসছে আসামীর অনুপস্থিতিতে ফাঁসি দিলেই কী না দিলেই কী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.