![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাদীর বিচার কার্যের রায় হলো বৈকি অথচ আসামী পলাতক । এই রায় কার্যকর কতটুকু সফল হবে তাই দেখার বিষয় । বর্তমান সরকার আমলে উক্ত রায় কার্য সফল করা সম্ভব হবে কিনা তাও অনিশ্চিত,যেহেতু আজও মিলেনি বাচ্চু মিয়া কোথায় আছেন । তাই এতটা খুশি কি করে হবেন । আর যে সকল অপরাধী ট্রাইবুনালের হাতে , সে সব রাজাকারের বিচার চলমান,এখনও রায় প্রধান সম্ভব হচ্ছেনা, কিন্তু কেন ? যুদ্ধাপরাদী বাচ্চু মিয়া যতটা অপরাধী তার চেয়ে অপরাধী কি ইনারা কম , হিসেব মিলাতে পারছিনা । তার ছেয়ে বড় কথা হলো সরকার পরিবর্তন হলে এই রায় কতটুকু ঠিক থাকবে । অনেক প্রমান আছে এমন পরিবর্তনের | ধর্ষণে সেঞ্চুরি করেও দিব্বী জীবন যাবন কাটাচ্ছেন অনেক আরাম আয়েশে বিদেশে তাও সরকারের সাহায্যে । অনেক খুনি ফাসির রায় থেকে পেয়েছেন মুক্তি । আমি বলতে চাই ৭১এর ঘাতক চাইতে কি কম অপরাধী যারা আমার মা বোনের সম্ভ্রম কেড়ে ১০০ তম অনুষ্ঠান পালন করে । যারা এসিডে ঝলসে দেয় নারীর জীবন,যারা প্রকাশ্যে লাখ মানুষের সামনে কুপিয়ে হত্যা করে আমার ভাইকে । সত্যি প্রশ্ন থেকে যায়,কতটুকু সফল হবে বাঙালি জাতি এই কলংকের কালো দাগ মুছতে ?
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
এ,আর রানা বলেছেন: ভাই এত বিচার করতে সময় লাগব । ধর্য্য ধরেন আপনি দেখতে না পারলেও,আপনার নাতি - পুতিরা দেইখা জিতে পারব ইনসাল্লাহ ..
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
আরিফ১৯৭৮০০৭ বলেছেন: আমি বলতে চাই ৭১এর ঘাতক চাইতে কি কম অপরাধী যারা আমার মা বোনের সম্ভ্রম কেড়ে ১০০ তম অনুষ্ঠান পালন করে । যারা এসিডে ঝলসে দেয় নারীর জীবন,যারা প্রকাশ্যে লাখ মানুষের সামনে কুপিয়ে হত্যা করে আমার ভাইকে ।
ওদের সরিয়াল আসতে আরো মোটামুটি ২০০বছর অপেক্ষা করতে হবে। বর্তমানে ৪২বছর আগের বিচার চলছে। অপেক্ষা করুন। আপনি না পারেন আপনার ভবিষ্যত প্রজন্ম এদের বিচার দেখবে।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
ভেজাল* বলেছেন: তারা যখন তরতাজা আসামী ছিল যুদ্ধের পর পর, তখনই কিছু করা হয়নি। এখন আসছে আসামীর অনুপস্থিতিতে ফাঁসি দিলেই কী না দিলেই কী?
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যারা এই রাজাকাকে পালিয়ে যেতে সাহায্য করেছে তাদেরও বিচার চাই।