নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার গান গাই

আমি তোমাদের গান গাই

এ,আর রানা

স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলার

এ,আর রানা › বিস্তারিত পোস্টঃ

জামায়াতের হরতাল না কি অন্য কিছু ???

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬



সত্যিকারের মানুষগুলার দেখা হয়ত আর বাংলার মানুষ দেখতে পাবেনা । আমাদের দেশের ইসলাম ধর্মের অন্যতম একটি দল,আমি সত্যিকার অর্থেই অবাক হই বারবার,আমরা কোন বিপাকের মধ্যে বসবাস করছি । এমন একটি দল নেই যারা মানুষের কথা ভাববে ।আল্লাহ মানুষকে ক্ষমতা দান করেন তার সু ব্যবহার করার জন্য,ক্ষমতা দিয়ে মানুষকে বিপাকে ফালানোর জন্য নয় । জামায়াত নেতারা কিসের হরতাল ডাকছেন ? আন্দোলনের জন্য কি হরতালই একমাত্র পথ । আর হরতালের কি সময় এই এসএসসি পরীক্ষার সময়ে ? হায়রে জাতি নিজেদের পায়ে নিজেরা আর কত আর কত কুড়াল মারব ? আর কতবার পৃথিবীর কাছে আমরা নিজেদের মুর্খ প্রমান করব । দেশদ্রোহীদের বাচানোর জন্যই কি এই হরতাল । যারা দেশের স্বাধীনতা বিরোধী ছিলেন তাদের বাচানোর জন্যই কি এই হরতাল । সকল রাজনৈতিক নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি >> দয়া করে আপনাদের মানসিকতার পরিবর্তন আনুন,সাধারণ মানুষের হয়রানি করে দেশে কোনদিন শান্তির পতাকা উড়ানো যায়না । যাদের মূল্যবান রায়েই আপনাদের উচ্চ সন্মান বিকশিত হয় তাদেরকেই আপনারা প্রতিনিয়ত দুর্বিসহ করে তুলছেন । ইসলাম শান্তির ধর্ম,আমাদের নবী রাসূলগণ অনেক কষ্টের বিনিময়ে এই শান্তির পতাকা পৃথিবীর বুকে উন্মোচিত করেছেন । শান্তির পতাকার তলে দাড়িয়ে কেন আমরা অশান্তির সৃষ্টি করছি । আমাদের অস্তিত্বকে আমরা নিজেরাই বিলীন করছি । মাতৃভূমিকে ভালোবাসাও তো ঈমানের অঙ্গ । তাই সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিনীত অনুরোধ জানাচ্ছি দেশকে ভালবাসার প্রমান সংঘাত দিয়ে নয় ভালবাসা দিয়েই প্রমান করুন । এগিয়ে আসুন সাধারণ মানুষের অতি নিকটে । যারা ভালবাসা দিয়ে আপনাদের অতি সন্মানের আসনে বসিয়েছেন । একটু ভেবে দেখুন আপনার সন্তান পরীক্ষার প্রস্তুতিতে কতটা বেঘাত ঘটেছে । ভেবেছেন কি একবার ???

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: জাতীর বিবেকের কর্ণ কহরে যদি এ কথা বাজে
নিশ্চয় মরিবে লাজে

একমত
সুন্দর লেখা শুভকামনা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

এ,আর রানা বলেছেন: আপনাকেউ অনেক ধন্যবাদ মন্তব্য প্রকাশে ...

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইসলাম এর সাথে জামায়াতের কোন সম্পর্ক নাই। থাকে যদি এক আছে অবমাননাকারির সম্পর্ক। যুদ্ধ চায় ওরা, তবে যুদ্ধই হোক। কচুকাটা না করা পর্যন্ত এরা ঠিক হবেনা। দেশের সাময়িক ক্ষতি দেশকে এগিয়ে নবে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ রাষ্ট্রের দিকে। যুদ্ধে যাব, রাজাকার নিধনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.