![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. সিগারেট ... ( ভোজনের পর সাথে সাথে ১ টি সিগারেট ১০ টিসিগারেট এর সমান ক্ষতি করে যা ক্যান্সার এর ঝুঁকি বাড়িয়ে দেয় )
২. ফলমূল ... ( ভোজনের পর পরই ফলমূল খাওয়া ঠিক না ...। এটা পেটে গ্যাস সৃষ্টি করতে পারে, অন্তত এক ঘণ্টা পরে খাওয়া ভালো )
৩. চা ... ( ভোজনের সাথে সাথে চাখেলে হজমে সমস্যা হতে পারে )
৪. বেল্ট ... ( ভোজনের পর বেল্টের ঘর কমিয়ে দেয়া ঠিকনা, এতে পেট মোচড়ানো সহ হজমেসমস্যা সৃষ্টি করে )
৫. গোসল করা ... ( ভোজনের পর গোসল করার ফলে পাকস্থলীর চারপাশে থেকে রক্ত কমা শুরু করে )
৬. হাটা ... ( এটা সবাই বিশ্বাস করে, ভোজনের পর ১০০ কদম হাটা দীর্ঘায়ু পাওয়ার জন্য উপকারী , কিন্তু কথা টা সঠিক না, ভোজনের পর হাঁটলে খাদ্যের পুষ্টি নষ্ট হয়ে যাই ও হজমে সমস্যা হয় )
৭. ঘুমানো ... ( ভোজনের সাথে সাথে ঘুমানোর ফলে হজমে সমস্যা সহ গ্রেসটিক এ সমস্যাকরে )
পোস্টটি ভাল লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ...।:-)
( সংগৃহীত )
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩
এ,আর রানা বলেছেন: কিছু সময় রেস্ট নিন...
২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৪১
মিতাহামিদা০০৭ বলেছেন: ্নেক নতুন তথ্য পাওয়া গেলো ।ধন্যবাদ !
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৪
এ,আর রানা বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৬
ফকির সাইঁ বলেছেন: দুপুরের ঘুম তো দুপুরের খাবারের পরেই.....ইস যাই বলেন, এটা ছারতে পারবো না, যা হোক হোক না
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫
এ,আর রানা বলেছেন: যা হোক হোক না
৪| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: প্রিয়তে .
৫| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
সাদা রং- বলেছেন: কেউ কেউ বলে খাবার পর ফল খাওয়া উচিত।
৬| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৮
শীলা শিপা বলেছেন: ভোজনের পর চা না খাইলে চলেই না।
৭| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪
হাসান মাহবুব বলেছেন: ঠিকাছে কিন্তু ৬ নম্বরটা সম্পর্কে আপনি কি শিওর?
৮| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: হামা ভাই @http://healthism.blogspot.com/2011/07/benefits-of-night-walkafter-dinner.html
৯| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
নিমচাঁদ বলেছেন: তথ্য সূত্র দেন । পয়েন্ট গুলা সম্পর্কে আমার ডাউট আছে । বিশেষ করে ০৬
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৪০
শুধুই শোয়ায়েব বলেছেন: ভাই তাহা হইলে ভোজনের পর কি করমু?????????????????????????????