![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা নিতান্তই বারাবারি,যারা করছেন দয়া করে আর মানুষের জীবনকে নিয়ে হুলি খেলায় মেতে উঠবেননা | সারাদেশে লাখ লাখ শিশুকে আজ ভিটামিন এ কেপসুল খাওয়ানো হয়েছে,আর একেই কেন্দ্র করে চলছে নানান প্রচার | অনেক ফোন রিসিব করে শুধু এলাকার পরিস্থিতির কথা জানাতে হয়েছে | অনেক এলাকায় নাকি শিশুদের ভয়াবহ অবস্থা | হাসপাতাল ভরে গেছে শিশু রুগিতে | এখন পর্যন্ত আমাদের এলাকায় আল্লাহর রহমতে কোন শিশুর কোন প্রকার সমস্যার কথা শুনা যায়নি কোথাও | প্রতিটি সন্তান বাবা মায়ের কলিজার টুকরু | আর সেই কলিজার টুকরুদের পুজি করে সারা বাংলার বাবা মায়ের মনে আতংক ছড়িয়ে কতটা হয়রানীর শিকার করছে তা একবার ভাবলে কোন সুহৃদয়বান মানুষ এই জগন্যতম কাজটি করতনা । গুজবের শিকার হয়ে সারা দেশের মানুশ ছুটাছুটি করে সকল সুস্থ শিশুগুলাকে নিয়ে চলে হাপাতালের দিকে। বারবার আমরা নিজেদের ভাবমূর্তি ক্ষুন্ন করছি বাহিরের দেশের কাছে। উক্ত বিষয়টা কতটাই না লজ্জাজনক ও নির্বোধের পরিচয় পায় ......।।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:০৮
এ,আর রানা বলেছেন: প্লিজ এবার নিজের দেহের মত সারা দেশটাকে আগলে রাখার চিন্তা করুন...। ধন্যবাদ ভাই মন্তব্য প্রকাশে।
২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৩১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ব্যাপারটা দুঃখজনক - !
১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:০৮
এ,আর রানা বলেছেন: অনেক দুঃখ জনক
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯
রোকসটারসোহাগ বলেছেন: কি লাভ মানুষকে এইভাবে হয়রানি করে। আর না প্লিজ ।