নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার গান গাই

আমি তোমাদের গান গাই

এ,আর রানা

স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলার

এ,আর রানা › বিস্তারিত পোস্টঃ

রক্তচোষা 3g

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:০৭

সাধারন মানুষের নাগালের বাইরে .রক্তচোষা মূল্য নির্ধারনের মাধ্যমে শুরু করলো গ্রামীনফোন ৩জি

স্পীড ৫১২ কেবিপিএস

৫০০ মেগাবাইট – ৫০ টাকা – ৫ দিন

১ গিগাবাইট -৪০০ টাকা- ১৫দিন

১গিগাবাইট -৪৫০টাকা- ৩০দিন

২ গিগাবাইট – ৬৫০ টাকা – ৩০ দিন

৪ গিগাবাইট -৯০০টাকা

৫ গিগাবাইট -৯৫০টাকা

স্পীড ৮০০ কেবিপিএস

১ গিগাবাইট – ৫০০ টাকা – ৩০ দিন

৫ গিগাবাইট – ১০০০ টাকা – ৩০ দিন

স্পীড ১ এম বি পি এস

১ গিগাবাইট – ৬০০ টাকা – ১৫ দিন

২ গিগাবাইট – ৮৫০ টাকা – ৩০ দিন

৩ গিগাবাইট – ১০০০ টাকা – ৩০ দিন

৪ গিগাবাইট – ১২০০ টাকা – ৩০ দিন

৫ গিগাবাইট – ১৩০০ টাকা – ৩০ দিন

৬ গিগাবাইট – ১৪০০ টাকা – ৩০ দিন

সংগ্রহীত

আপডেট নিন: নতুন করে আরও

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:১২

মাজহারুল হুসাইন বলেছেন: সরকার কান ধরে এদের দাম ঠিক করে দিলে যদি কিছু হয় :(

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:১৯

আমার স্বপ্নগুলি বলেছেন: জয় বাবা ভোলানাথ।
আম্লিগকে ভোট দেন। ১ এম্বি আনলিমিটেড পাবেন ২০০ টাকায়।
[এতে কারো যদি ১০টাকা চালের কেজির কথা মনে পড়ে যায়, আমি দায়ী নই]

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:২০

নাহিদ বলেছেন: এই প্যাকেজ দিলে মানুষ গারাইবো গ্রামীনকে। এর থেকে টেলিটক অনেক ভালা পাই।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:২৮

মেহেদী হাসান মানিক বলেছেন: আপডেট করে দেন

Click This Link


Click This Link

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:৪১

সদয় খান বলেছেন: তাও যদি স্পিডটা ঠিক থাকে !!! :(( :((

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৭

শ্রীঘর বলেছেন: পুরান মদ কিন্তু বোতল নতুন!!!

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:১৩

নূর আদনান বলেছেন: ভাই হাসুম না কান্দুম বুঝাতাছিনা, কুন দেশে বাস করি রে ভাই..........

১ জিবি ৪০০ টাকা তাও আবার ১৫ দিন !!!!!!!!!!!!!!!!! X( X( X(

আমি তো পাথর হইয়া গেলাম!!!!!!!!!!

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:১৮

নূর আদনান বলেছেন:

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:১৮

পেন্সিল স্কেচ বলেছেন: রক্তচোষা মূল্য

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:১৯

নূর আদনান বলেছেন:

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:২০

নূর আদনান বলেছেন:

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:২৭

মেহেদী হাসান মানিক বলেছেন: মনে প্রশ্ন জাগে ১ মেগাবাইট বলতে কি বুঝাইছে ???

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:৩০

বেসিকালি সেটা বলেছেন: আই কি হাগল নি। টেলিটক ভালা।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ ভোর ৬:১৮

মেঘ বালকের কথা বলেছেন: ডাকাতের দল...

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৮

িটউব লাইট বলেছেন: গতি 384 আনলিমিটেট ব্যবহার ৮০০ টাকা

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: এইটা 3G না 3X Network. বুকচুড ডাটা প্লান।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮

অয়োময় বলেছেন: এদের অফিসিয়াল পেইজে তো কিছু পেলাম না!

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: These tariffs are totally fake....… Even the operators has not yet published any 3G tariffs on their own sites!! Whenever any operators release something new they always post it on their own sites at very first.... Guys just use your brain then you will understand… :) একটা ছোট্ট উদাহরণ দেই ঃ দেখেন গ্রামীণের দু'টো প্যাকেজ, ৫০০ মেগাবাইট – ৫০ টাকা – ৫ দিন , ১ গিগাবাইট -৪০০ টাকা- ১৫দিন। এখন ২ নং প্যাকেজ ব্যাবহারের কোন যৌক্তিকতাই নেই কেননা ১নং প্যাকেজে ৫০০ মেগাবাইট – ৫০ টাকা – ৫ দিন ব্যাবহারের পর আবার নতুন করে নিলে আবার ৫০ টাকায় ৫০০ মেগাবাইট ব্যাবহার করা যাবে। মানে ১০০টাকায় ১ গিগাবাইট!!! তাহলে কোন গাঁধা ৪০০ টাকায় ১ গিগাবাইটের প্যাকেজ নিবে? যদিও মাত্র ৫ দিন বেশি ব্যাবহার করা যাবে। আর টাকার অংকটা ৪ গুণ! মানে প্রথম প্যাকেজ দুবার নিলে মাত্র ১০০ টাকা আর দুই নং প্যাকেজ নিলে একবারে ৪০০ টাকা!!! তো আপনারাই ভেবে বলেন আপনারা কি গ্রামীণকে এতই গাঁধা মনে করেন যে তারা এই রকম অদ্ভুত ট্যারিফ রাখবে? অথবা ধরেন আপনি যদি ১ নং প্যাকেজটা মোট ৮ বার নেন তাহলে খরচ ৪০০টাকা আর ব্যাবহার করতে পারবেন মোট ৪০ দিন আর ডাটা লিমিট ২ গিগাবাইট!!! তাহলে আপনি সেই ৪০০ টাকা দিয়েই কেন ১ গিগাবাইট ডাটা কিনবেন তাও মাত্র ১৫ দিনের জন্য!!! গ্রামীণ কি এতই ছাগল!!! আমার এই যুক্তি কি যথেষ্ট নয় এই ট্যারিফকে ভুয়া প্রমাণের জন্য? আরও ভালভাবে পর্যবেক্ষণ করে দেখেন এরকম আরও অনেক অসংলগ্নতা খুঁজে পাবেন আমি শুধু একটা উদাহরণ দিলাম মাত্র। আসলে ভাই কে বা কাহারা মজা করার জন্য ইন্টারনেটে এই অদ্ভুত ট্যারিফ ছেড়েছে আর জানেনইতো আমরা হলাম হুজুগে বাঙালি। উড়ো কথায় বিশ্বাস করাই আমাদের বাঙ্গালিদের চারিত্রিক বৈশিষ্ট্য। ঐ যে ছোট বেলায় একটা কবিতা পড়েছেন না "কান নিয়ে গেছে চিলে, শুনে সবাই কান খুঁজতে ব্যাস্ত কিনতু কান যে কানের জায়গায়ই আছে সেই খেয়াল কারও নাই" যাই হোক আতঙ্কিত হবার কিছুই নাই। এইটা পুরোপুরিই ভুয়া খবর। যখন বিভিন্ন অপারেটররা 3G টারিফ প্লান ঠিক করে ফেকবে তখন সেটা তারা পরদিনই বিভিন্ন জাতীয় দৈনিকের পাশাপাশি তাদের নিজস্ব সাইটেও পাবলিশ করা হবে।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭

এ,আর রানা বলেছেন: বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য,তবে এতটা আশা কইরেননা ভাই,সব কোম্পানি গুলাই বাশ মারতে ব্যবসা করে।সরকার থেকে এক জিবি পেকেজ কিনে 38 টাকা দিয়ে আর আমাদের কাছে বিক্রি করছে 345 টাকা।ভাই এতটা ভক্ত হইয়া লাভ নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.