নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার গান গাই

আমি তোমাদের গান গাই

এ,আর রানা

স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলার

এ,আর রানা › বিস্তারিত পোস্টঃ

জীবন বাঁচাতে একটু এগিয়ে আসুন

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৬

ব্লু বার্ড স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্র রাশেদুল হাসান নাবিদ (S.S.C-09,HSC-11),বর্তমানে শাবিপ্রবি তে পরিসংখ্যান বিভাগে ১ম বর্ষ ২য় সেমিস্টার এ অধ্যয়নরত । সে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । তার চিকিৎসার জন্য প্রায় ৬০-৭০ লক্ষ টাকার প্রয়োজন । তার চিকিৎসা সহায়তার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন KIN শাবিপ্রবি ক্যাম্পাসে বইমেলার আয়োজন করেছে,চলবে ৭ অক্টোবর পর্যন্ত । এছাড়াও আগামী ৬ ও ৭ অক্টোবর শাবিপ্রবি কেন্দ্রীয় মিলনায়তন এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । টিকিট এর মূল্য ৪০ টাকা,পাওয়া যাবে শো শুরুর আগে শাবিপ্রবি ক্যাম্পাসে ।



আপনাদের একটু সহযোগীতাই পারে নাবিদের জীবন বাঁচাতে। তাই চলে আসুন উপরের ইভেন্টগুলোতে আর সহায়তা করুন নাবিদের জীবন বাঁচাতে ।



এছাড়া বিকাশ ও ব্যাংক একাউন্ট এর মাধ্যমেও সাহায্য পাঠাতে পারেন........



bkash-01782500825



Bank AC. - Dewan Sahan Gazi

A/C no-0210310026795,

Trust bank,Sylhet corporate branch,Sylhet.



প্রয়োজনে-01672906174

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫

মাহিরাহি বলেছেন: পোস্টটিকে স্টিকি করা হোক। বিস্তারিত দিলে ভাল হত।

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন:




আরো বিস্তারিত লিখলে ভালো হতো।


আমরা আমাদের চারপাশে প্রতিদিন অসংখ্য রোগে জর্জরিত মানুষ দেখি, তাদের জন্যে কিছু করার ইচ্ছা আমাদের প্রতিনিয়ত তাড়িত করে কিন্তু সময় ও সুযোগের অভাবে হয়তোবা সবার জন্যে করে উঠেনা।

রাশেদুল হাসান নাবিদ পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষের ২য় সেমিস্টারের একটা পরিচিত মুখ।কিন্তু মরনব্যাধি লিউকোমিয়ায় আক্রান্ত এই মুখটা ধীরে ধীরে মিইয়ে যেতে বসেছে। এই সময়ে আমরা কিভাবে চুপ থাকি?
লিউকোমিয়ায় শরীরের রক্তকনিকা নষ্ট হয়ে যেতে থাকে। নাবিদকে সুস্থ করে তুলতে প্রয়োজন প্রায় ৫০ লক্ষ টাকা, যা আমাদের পক্ষে নির্বাহ করা প্রায় অসম্ভব। কিন্তু আমরা তো পারি তার জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে।

নাবিদের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস "আমার নিউজ.কম KIN বই উৎসব '১৩"। আমাদের এই বই উৎসবের সম্পূর্ণ টাকা যাবে নাবিদের চিকিৎসার্থে। এছাড়াও "আমার নিউজ.কম KIN বই উৎসব '১৩" উপলক্ষে আসছে KIN-র নতুন টি-শার্ট। এই টি-শার্ট এর অর্থও নাবিদের চিকিৎসার সাহায্যার্থে প্রদান করা হবে।

নাবিদ ফিরে আসুক আবারও শাবিপ্রবির সেই এক কিলোর ছায়ায়, মেতে উঠুক তার বন্ধুদের সাথে আড্ডায়। আমরা তাকে সবসময় চাই KIN-র আড্ডায়, শিকড়ের গানের জলসায়, থিয়েটার সাস্ট আর দিকের নাটকের আসরে, স্পোর্টস সাস্টের খেলার আয়োজনে, রিম-নোঙ্গরের গিটারের উন্মাদনায়, SUDS-র তর্কের ঝড়ে, SUPA আর কার্টুন ফ্যাক্টরির গ্যালারীতে, মাভৈ-র আবৃত্তির আসরে কিংবা আমাদের মুক্ত মঞ্চের যেকোনো প্রাণবন্ত অনুষ্ঠানে।

"আমার নিউজ.কম KIN বই উৎসব '১৩"-র কার্যসূচী:

স্থান : অর্জুনতলা, শাবিপ্রবি, সিলেট।
তারিখ : ৩০ সেপ্টেম্বর ,২০১৩- ০৭ অক্টোবর, ২০১৩।
সময় : প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
শুক্রবার ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টাপর্যন্ত।

প্রকাশনা সমূহ:

*অন্যপ্রকাশ
*অন্বেষা
*তাম্রলিপি
*সময়
* সন্দেশ
*প্রথমা
*রোদেলা
*কাকলী
*আগামী
* ইত্যাদি
*অনুপম
*অনন্যা
*শ্রাবণ
*পার্ল

আমরা এই বই উৎসবে সকলের আন্তরিক উপস্থিতি কামনা করছি। আমরা যত বেশী বই কিনব তত বেশী টাকা নাবিদের চিকিৎসার্থে দান করতে পারব।
আসুন, আমরা সকলে উপস্থিত থেকে "আমার নিউজ.কম KIN বই উৎসব'১৩"-কে সফল করি এবং একটি কিশোর প্রাণকে অকালে ঝরে পড়া থেকে বাঁচাই।

ফেবু ইভেন্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.