![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাষন শুনলাম প্রধান দুই দলের নেত্রির,মজা পাইলাম বেশ,একজন আরেকজনকে বলছেন ক্ষমতার অপব্যবহারের কথা।উনারা ক্ষমতায় আসলে দেশের জঙ্গীবাদ বেড়ে যায়,সন্ত্রাস বেড়ে যায়,খুন লোটপাট বেড়ে যায়,দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।
আচ্ছা যখন সারা দেশে একযুগে বোমা হামলা হয়েছিল তখন কারা ক্ষমতায় ছিল,রমনার বটমুলে কিংবা আগষ্টের সেই ভয়াবহ বোমা হামলা,ট্রাক ভর্তি হাজার হাজার অস্ত্র,কাল টাকার সন্ধান,হলমার্ক,ডেস্টিনি,শেয়ার বাজার,পদ্মাসেতু,কালো বিড়াল,বিডিআর বিদ্রোহ,বাংলা ভাই,জয়নাল হাজারি,বালতি মিজান,ইলিয়াস আলী,রাজিব,বিশ্বজীত,সাগর - রুনী সহ আরও শত শত খুন এসবের সৃষ্টি হয়েছে তো আপনাদের দুজনার আমলেই।
তা কেন এমন কাদা ছোরাছুরি।দেশবাসী দেখেছেন আপনাদের সুফল আর কুফল।পিচনের সব কিছুই আপনাদের কালো অধ্যায়, তাই সব ভুলে দেশকে রক্ষার্থে,দেশের মানুষ গুলাকে সত্যিকার অর্থে ভালবেসে নিজেদের প্রতিষ্ঠা করুন।যেভাবে 71 এর সেই যুদ্ধে এক হয়ে দেশকে মুক্ত করেছিল পাকিস্তানীদের হাত থেকে সারা বাংলার মুক্তিকামী মানুষ। এক হয়ে নয় মাসেই উদিত করেছিল বাংলার আকাশে নতুন সুর্যের আলো।ঠিক এমনি এক হয়ে কাজ করলে অতি অল্প সময়েই বাংলার সোনালি রুপ দেখতে পাবে বাংলার মানুষ। উন্নত দেশের কত কি আমলে নেই আমরা কিন্তু দেশ প্রেম কিংবা দেশ পরিচালনার সুন্দর মন সুচিন্তা এমন কিছু আমলে আনতে পারিনা কেন?মালয়েশিয়া অনেক দরিদ্র দেশ ছিল আজ তারা পৃথিবীর উন্নত দেশের মধ্যে একটি। কিভাবে সম্ভব এটাকি ভাবা যায়না।আমাদের দেশেও তো খনিজ সম্পদ আছে তার সঠিক ব্যবহার করছি কি আমরা।প্লিজ অনেক হইছে এবার এসেছে সময় দেশকে সয়ংসম্পুর্ন করার।পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার।
©somewhere in net ltd.