![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের টিভি গুলার প্রতিদিনের জমকালো অনুষ্টান "টক শো" দেশের সব বুদ্ধিজীবীগন রাত পার করেদেন।অনেকটা হিন্দি সিরিয়াল এর মত মনে হয়। এত সমস্যার সমাধান কি গল্প আর তর্ক করে হয়।কোন দল কি তাদের কথাগুলা আমলে নেয়।দেশ উন্নতিকামী করার কোন ভাবনা আমাদের মাঝে নাই।দেশ এখন চিন্তায় আছে দুই নেত্রির ফোন আলাপ নিয়া।কেন আমরা এত পিছে পরে আছি,সে দিকে কাহারো লক্ষ্য নাই।আমরা শুধু কথায় বড়,কাজে নয়।সহজ বিষয়গুলু খুব কঠিন হয়ে পরে আমাদের নিজেদের স্বার্থ লাভের জন্য।একটু সহানুভূতি কেউ কারো প্রতি নাই।নিজেদের ছুট বড় ভাবতে ভাবতেই সময় পার।সবাই দেশের উন্নতি করেছেন দাবিদার কিন্তু আজও ৬৪ জেলার মানুষের দু:খ দুর হয়েছে কি?।আজও দেশের সরকারি কাজগুলো টাকা ছাড়া হয়না।এমপি মন্ত্রিদের লোকের কথায় প্রশাসন উঠে বসে।কি হয়েছে ৭১এর পর।আমাদের ছুট এই দেশটাকে আজও আমরা গড়তে পারিনি। আজও রাজাকার কথা কয় তেজস্বী সুরে।মুখ লোকায়ে রাখে ভোয়া দলিল দিয়ে,ক্ষমতাশালীর হাত ধরে । আর যাদের রক্তে গড়া বাংলাদেশ তারা মরে অনাহারে।সত্যিই অবাক লাগে, আমরা কেমন মানুষ কেমন বাঙ্গালি। আমার কথাগুলাও তো টক শো এর মতই।যে কথার ভিত্তি নাই।শুধুই বাতাস ভারী করা।আমার চোখের সামনেই তো এক মুক্তিযোদ্ধা চা বিক্রি করে। সরকারি ভাতা পায় ঠিক। কিন্তু তার সেই আত্মত্যাগ কি এই?।বাতাস ভারি করার চাইতে সুচিন্তা করার প্রয়োজন অনেক।ভাল লাগে আমাদের মহামান্য রাস্ট্রপতির ব্যবহার,চিন্তা আর দেশ ও দেশের মানুষের ভাবনার কথা।ভাল লাগে যখন দেখেছি যোগাযোগ মন্ত্রীর দায়িত্ববোধ প্রকাশ পাওয়া,ছুটে চলা সমস্যার স্থানে।তখনি ভাবতে ভাল লাগে প্রতিটি রাজনিতিবিদ এমন হবে।ভাল লাগে সোহেল তাজ,আন্দালিব পার্থ,মাহি বি চৌধুরীর মত তরুন নেতাদের কথা।জাতীয় সংগীত শুধু মুখস্থ করেছি আমরা,সংগীতের কথার সাথে কাজ করব, এমনটা না হওয়া ছাড়া আর কোন উপায় আছে কি? দেশকে সারা পৃথিবীর সাথে মাতা উচু করে দাড়ানোর প্রচেষ্টায় নিজেদের বিলিয়ে দিব,তবেই হবে সব সমস্যার সঠিক সমাধান। হরতাল ভাংচুর করে কার ক্ষতি করছি আমরা,আমাদের দেশ মা ও মাটির।সারা দেশে শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা।দেশের লাখো ছাত্র/ছাত্রী পরিক্ষার প্রস্তুতিপর্ব শেষ করেছে অনেক টাকা খরচ করে।করেছে অনেক পরিশ্রম। একটা মাত্র আশায় ভাল বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে বলে।নিজেদের দেশ জাতীর কল্যাণকর করে গড়ে তুলবে।কিন্তু আমরা কি করছি হরতাল নামক ধংস লিলায় নিজেদের কে বিলিয়ে দিয়ে জাতীর মেরুদণ্ড ভেংঘে দিচ্ছি।কেন হরতাল করে আর কোন দেশ তার রাজনৈতিক পরিস্থিতি বদলে ফেলে কি না আমার জানা নাই।
©somewhere in net ltd.