নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার গান গাই

আমি তোমাদের গান গাই

এ,আর রানা

স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলার

এ,আর রানা › বিস্তারিত পোস্টঃ

সাবধান হুশিয়ার নিন্দুকের দল

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:১৭

শুরু করতে চাই বাংলা ওয়াশ দিয়ে।নিসন্দেহে বলা যায় আমরা ক্রিকেট বিশ্বে এখন শক্তিশালি দলে রুপান্তরিত হতে পেরেছি। বাংলাদেশ প্রমান করল,সাকিব,তামিম,নাফিজ,আশরাফুল ছাড়াও অনেক ভাল খেলে জয় ছিনিয়ে আনতে পারে।পারে কি আর কোন দল এমন ভাবে জয় আনতে। ভারত থেকে যদি প্রথম সাড়ির দুজনকে বসানো যায়,তাহলে সাদার ছেয়েও সাদা হয়ে ঘরে ফিরবে।পাকদের কথা কি বলব তারাও ইন্ডিয়ার মতই অবস্থায় পরবে।এদের কে উল্লেখ্য করে বলার কারন নিশ্চয় সবার জানা।বাংলাদেশ এর সাথে ক্রিকেট খেলার আপত্তি এমনকি বাংলাদেশের খেলোয়াড় নিয়ে আইপিএল খেলার ও দ্বিমত পুষন করেছিলো। পাকরা তো বুঝিয়ে দিল তারা কেন বিপিএল খেলবেনা।সব নিন্দুকেরা আজ থাকিয়ে দেখেছে বাংলার আসল রুপ,শুনেছে বাঘের গর্জন।তাই সাবধান হুশিয়ার নিন্দুকের দল নইলে বাঘের থাবায় সাদামাটা হয়ে নিজেদের চেহারা চিনতেই ভুল হয়ে যাবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:২২

পিনাকড্রিম বলেছেন: পরিশ্রম বৃথা যায় না।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:৫৭

এ,আর রানা বলেছেন: একদম খাটি কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.