নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মুসলিম ও তালিবুল ইলম

আরোগ্য

পৃথিবী আজ তার বার্ধক্যে এসে পড়েছে, শৈশব পেড়িয়ে যৌবন ও সে হারিয়েছে, তাই বৃথা আনন্দ করো না, ক্ষণিকের সময় হাতে, নশ্বর এ পৃথিবী যেন মৃত্যুর দ্বারপ্রান্তে। সে মৃত্যু আসার আগে আজ তীর্থে ভ্রমণ করো, পবিত্র জলে হে পৃথিবী তুমি অবগাহন করো। ধুয়ে ফেলো তোমার গায়ের শত কালিমা, সাজিয়ে নাও বিদায়ের আগে আবার আঙিনা।

আরোগ্য › বিস্তারিত পোস্টঃ

বিশেষ বার্তা

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৫




আজকের এই বিশেষ দিনে যেখানে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করার কথা সেখানে সচেতনতামূলক পোস্ট লিখছি। আজকে অনেকেই ঈদ মোবারক অভিবাদন জানাচ্ছেন কিন্তু ঈদ মানে তো হিংসা বিদ্বেষ কষ্ট ভুলে শত্রুকেও আলিঙ্গন করা। অথচ চারপাশে যেন প্রতিহিংসার আগুন দাউদাউ করে জ্বলছে। এটা তো কাম্য ছিল না আমাদের কারো কাছে। ছাত্রদের সমন্বয়গণ বারবার নিষেধ করেছে সহিংসতা করতে। কিন্তু দুর্বৃত্তরা নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে যেটা ছাত্রসমাজের কাজ নয়। কোথাও বাড়িঘরে হামলা, আগুন, থানায় আগুন, যানবাহনে আগুন, গোলাগুলি, এমনকি মন্দিরেও ভাঙচুর, আগুন নৈরাজ্য অবস্থা। দীর্ঘ সময়ের পুষে থাকা ক্ষোভ এভাবে বের হবে তা কিছুটা অনুমেয় ছিল কিন্তু তাই বলে আজকেই এ অরাজকতা দুঃখজনক। এই সময়টা খুবই নাজুক। দেশের মাথা আপাতত নেই তাই যেকোন ভুল পদক্ষেপ বিশাল ক্ষতি করতে পারে। কোনভাবেই বহিরাগত কোন শক্তিকে সুযোগ দেয়া যাবে না। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।

* নিজের পুরাতন যন্ত্রণাদায়ক স্মৃতি ভুলে গিয়ে নতুন বাংলাদেশের অগ্রগতির জন্য সবাই প্রস্তুতি নেই।

* রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ করি। অন্যথায় রাষ্ট্রের ক্ষতি আমাদেরই ক্ষতি।

* আইন নিজের হাতে না তুলি। আর একটু ধৈর্য্য ধরে সুষ্ঠু নিরপেক্ষ বিচারের অপেক্ষা করি।

* আমাদের মুক্তির পথ উন্মোচনকারী ছাত্রদের মান ক্ষুন্ন হোক এমন কাজ থেকে বিরত থাকি।

* বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করি যাতে তাদের কাছে ভীনদেশী অনুভুতি না আসে।

* মসজিদ মন্দির ধর্মীয় উপসনালয়ে যাতে কোন দুষ্কৃতিকারী ফ্যাসাদ সৃষ্টি করতে না পারে সেদিকে সামাজিকভাবে নজরদারি জোরদার করি।

মনে রাখবেন এটা চূড়ান্ত বিজয় না, এখনো অনেক পথ বাকি। কোন মতে যাতে নিজেদের মাঝে বিভেদ ও মনোমালিন্য সৃষ্টি না হয়। দেশের এই ক্রান্তিলগ্নে জাত, পাত, ধর্ম, বর্ণ, ছোট বড় নির্বিশেষে একতা বজায় রাখি। কল্পনাতীতভাবে এক মাসের মধ্যে স্বৈরাচারের বিদায় ঘটেছে, আস্থা রাখুন ইনশাআল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করছে। তাই আমরা প্রতিহিংসাপরায়ণ না হয়ে সহনশীলত আচরণ করি যেন দেশ ও দশের কল্যান হয়।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৫

মেঠোপথ২৩ বলেছেন: একটা জিনিষ বুঝতে পারছি না যে ফেসবুকে অনেকেই সংখ্যালঘুর আক্রমনের কথা বলছে। কিন্ত কোন পত্রিকায় এ সংক্রান্ত কোন খবর আসেনি ।এমনকি ফেসবুকেও কোন ভিডীও দেখিনি আক্রমনের। ফেসবুকে আমি যেটা দেখতে পারছি সেটা হচ্ছে , এতদিন যারা ঘাপটি মেরে ছিল , যাদের কোন টু শব্দ করতে দেখা যায়নি , এতবড় বিজয়ের পর কোন সেব্রেশনে অংশ নিতে দেখা যায়নি , তারা হঠাৎই সংখ্যালঘু আক্রমনের ধুয়া তুলছে!!! বিষয়টা খুব সন্দেহজনক ঠেকছে ।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৫

আরোগ্য বলেছেন: কম বেশি আক্রমণ হচ্ছে এটা সত্যি। আর আওয়ামীদের তো অবস্থা খারাপ। বাসায় থাকা মুশকিল। যদিও তারা এতোকাল যে দৌরাত্ম করেছে তার ফল তো দেখা প্রাকৃতিক নিয়ম।

২| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: সহমত তোমার সাথে যে কোনো মূল্যে প্রবঞ্চনাকে ঠেকাতেই হবে। সংখ্যালঘুদের জীবন সম্পত্তি নষ্ট করতে উঠেপড়ে লাগবে। যেকোনো মূল্যে দূর্বত্তদের প্রতিহত করতে হবে। সর্বোপরি যতোদ্রুত স্বাভাবিক জীবনে ফেরা যায় সেটাই কাম্য।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৮

আরোগ্য বলেছেন: সবচেয়ে বড় কথা সিন্দুকের দরজা এখন খোলা তাই এতো রাহাজানি। যতদ্রুত সম্ভব সিন্দুক তালাবদ্ধ করতে হবে যাতে বড় ধরনের অঘটন না ঘটে।

অনেক দিন পর তোমার সাথে কথা, বাবা, ভাবী আশা করি সবাই মিলে কুশলে আছো। জানিও কিন্তু।

৩| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪০

করুণাধারা বলেছেন: অনেক প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে এই বিজয়। স্বভাবতই, এখন সুযোগসন্ধানী আছে, ঘাপটি মেরে থাকা পরাজিত দল আছে যারা চাইবে এই বিজয়ে কালিমা লেপন করতে। তাই নাশকতা, অগ্নিসংযোগ আর মানুষের শান্তি বিনষ্ট করার চেষ্টা করবে। এ রকম সময়ে সংখ্যালঘুদের আক্রান্ত হবার সম্ভাবনা থাকে অনেক বেশি। এদেরকে নিরাপত্তা দেয়া দরকার। কে দেবে!!

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩১

আরোগ্য বলেছেন: আপা যার যার মহল্লায় স্বেচ্ছাসেবক হিসেবে কিশোর যুবক মুরুব্বিদের কঠোর পাহারায় নিজ এলাকা সংরক্ষণ করতে হবে যাতে দুষ্কৃতিকারী অনুপ্রবেশ করতে না পারে। খুব কৌশলী আর সাবধানী হতে হবে। আপা চার মিনিটের একটা ভিডিও দিলাম, সময় করে দেখবেন। আল্লাহর আমাদের মাতৃভুমি নিরাপদ রাখুক।

view this link

৪| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪১

মেঠোপথ২৩ বলেছেন: পদাতিকদা কেমন আছেন? আপনাদের ওপারের বাঙ্গালীদের ধন্যবাদ। দীর্ঘদিন আপনি আমাদের দেশের চলমান স্বৈরাচারিতা, অগনতান্ত্রিকতার বিরুদ্ধে কলম ধরেছেন। কোলকাতায় দেখলাম অনেক প্রটেস্ট হয়েছে হাসিনার বিরুদ্ধে। এগুলো আমাদের তরুনদের অনুপ্রেরনা জুগিয়েছে ।

৫| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধংসাত্বক কোন কাজ করা একেবারেই ঠিক না। আর হিংসা করে কারোর প্রতি জুলুম করা যাবে না। সবাইকে বুঝতে হবে বিজয়কে আকড়ে ধরে রাখার নামই প্রকৃত বিজয়ের স্বাদ গ্রহণ করা।

০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৫

আরোগ্য বলেছেন: সুন্দর বলেছেন। আশা করি সময় থাকতে সবার হুশ ফিরবে।

৬| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:৪৬

কামাল১৮ বলেছেন: ছাত্র নেতারাই লুটপাটে অংশ নিয়েছে।তাদের ইসরায় হচ্ছে লুটপাট।এরা নব্য লুটেরা।

৭| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৩:১২

মুক্তা নীল বলেছেন:
বর্তমান প্রাসঙ্গিক পরিস্থিতি নিয়ে সুন্দর একটি লেখা লিখেছো ।

এবার অন্য কথা বলি , ডাকাত আতঙ্ক কেমন তোমাদের এলাকায় ? আজ তিন রাত ধরে ঘুমাতে পারিনা কারণ মসজিদে মাইকিং এছাড়া আমাদের এলাকার আশেপাশে ডাকাতিও হচ্ছে ডাকাত ধরা পড়ছে । পুরা ঢাকা শহর এলাকা জুড়ে একেক দিন একেক এরিয়াতে ডাকাতের ঘটনা ঘটছে ।
এই দেশটা মনে হচ্ছে আর শান্ত হবে না । পুরো ঢাকা শহর জুড়ে ডাকাত আতঙ্ক ।
থানা পুলিশ কিছু না থাকায় বিরাট সমস্যায় পড়ে গেলাম আমরা । নাইট গার্ডের সাথে এলাকার ছেলেরা পাহারা দিচ্ছে আর সবাই যে যার বাসা বাড়ির লাইট জ্বালিয়ে রেখে সজাগ থাকছে এই হলো অবস্থা ।

০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২০

আরোগ্য বলেছেন: আরে মুক্তাআপু এতো রাতে তো আমিও সজাগ ছিলাম ডাকাতির এনাউন্সমেন্ট এর ভয়েই। আমিও ৫/৬ রাত ধরে ঠিকমত ঘুমাতে পারিনা। আমাদের আশেপাশের এলাকাতেও কালকে ডাকাতি হয়েছে আবার কিছু ধরাও পড়েছে। আমাদের বাসা রোডের উপর, মহল্লায় ঢুকেছে কিনা তা এখনও খবর নেই নি।
এটা স্বাধীনতা পরবর্তী ক্রান্তিলগ্ন আর একটু ধৈর্য্য ধরতে হবে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। দু রাত যাবৎ বর্তমান সরকার নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করছি। খুশির খবর এটাই যে, দেশ ইনশাআল্লাহ অনেক উন্নত হবে সব দিক দিয়ে, যারা ক্ষমতা পাওয়ায় আশায় আনন্দে আস্ফালন করছে তারাও সহসা দমে যায়, নতুনের যাত্রা শুরু। এতো কিছুর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এটাই যে, সামনে ঈমানের কঠিন পরীক্ষা। এত প্রগতির আড়ালে ঈমান যাতে ধরে রাখতে পারি সেজন্য নিজ দায়িত্বে সদা জাগ্রত থাকতে হবে। প্রতি শুক্রবার সুরা কাহফ পড়ার অভ্যাস গড়ে তোলার অনুরোধ রইলো।

শেষ রাতে ব্লগে উঁকি দিলে তখনই উত্তর দিতে পারতাম। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ প্রিয় মুক্তাআপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.