![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
বৃদ্ধ মাটির পুতুল পথ হারিয়ে
পুনরায় ফিরে এলে মাংস-বাজারে
দোকানি বলে তাকে ভিন্ন হাসিতে
এখানে ঘুমাও তুমি নষ্ট-রাতের শোকে
সব ভোর পারে না দিতে শুদ্ধ আযান
শরীরকে দিয়ে দোষ এ কোন বয়ান
মুছতে মুছতে মুছে গেলে হৃদয়ের চোখ
দু’মুখো জানোয়ার ফিরে এসে ঘরে
সারাদিন গেয়ে যায় কাকেদের গান
অতীত স্বপ্ন আর ঝরে যাওয়া ফুল
নষ্ট মেরুতে বাঁচে মাটির পুতুল
চির-অন্ধ তার দারুণ দু’চোখে
অনেক বৃষ্টি নামে মেঘের অসুখে
আহা, এমন কি নেই মুখ কাকের ভুবনে
যা দেখলে ফোটে ফুল হৃদয় গভীরে
বিষাক্ত ঋতু আর মাংস-প্রদীপ
কতকাল ঘুমাবে পুরুষ আর
বেশ্যার কোলে কোলে
©somewhere in net ltd.