![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২১
অ রণ্য বলেছেন: আপনি কি তবে ছেলেদের মতো ছিলেন দেখতে ????
৩ নং ছবিটা আমার নিজেরও খুব প্রিয়, কারণ আপনার মতোই অনেকটা___!!!!!!
২| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৯
অ রণ্য বলেছেন: ধন্যবাদ ফাতেমা !
৩| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৭
চড়ুই বলেছেন:
বুঝাতে চেয়েছিলাম পিচ্চিকালে আমিও ছবির ওই ছেলেটার মতো একদম চুপচাপ একমনে বসে থাকতাম। আশেপাশে কি হচ্ছে ওই দিকে কোন ধ্যান ছিলনা।
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৮
অ রণ্য বলেছেন: হি হি হি _________________
অামরা ছোটবেলায় অকারণ লেজ টানতাম একে অপরের___এবং স্বভাবটি এত ভালভাবে রপ্ত যে, এখনও তা যায়নি !!!!
৪| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ ছবি।+++
১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৮
অ রণ্য বলেছেন: ধন্যবাদ ____
৫| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো কালেকশন...
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৬
অ রণ্য বলেছেন: ধন্যবাদ মুনতাসির !!!
৬| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৩
শাহ ইমতিয়াজ বলেছেন: সুন্দর ছবি
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৮
অ রণ্য বলেছেন: ধন্যবাদ
৭| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৫
নাভিদ কায়সার রায়ান বলেছেন: নিষ্পাপ বাচ্চারা এমনিতেই সুন্দর, তার উপর চমৎকার ব্যাকগ্রাউন্ডের কারণে অসাধারন ছবি হয়েছে একেকটা। ৪,৫,৬ নাম্বারটা বেশী ভালো লাগলো।
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৯
অ রণ্য বলেছেন: এই নারীটি অসাধারণ ছবি তোলে। আমি মুগ্ধ হবার ফলেই ছবিগুলো অন্যান্যদের সাথে শেয়ার করেছি।
ধন্যবাদ আপনাকে মন্তব্যর জন্য।
৮| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯
মুদ্দাকির বলেছেন: চমৎকার +++
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:১১
অ রণ্য বলেছেন: ধন্যবাদ
৯| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
নীল বরফ বলেছেন: এলেনা সুমিলোভা'র এই ছবিগুলো মাস কয়েক আগেই দেখেছি। এগুলো উনার ফার্মেই তোলা। নানা রকম ফটোগ্রাফির ওয়েবসাইটে এসেছিলো, সাথে কিছু কিছু নিউজেও।
অসাধারন সব ছবি তোলেন। যত বার দেখি, ততবারই প্রথম দেখার মত মুগ্ধতা। উনার ফটোগ্রাফিতে আলোর উজ্জলতার কম-বেশি ব্যবহার বিষয় বস্তুকে করে তোলে প্রায় অপার্থিব।
এত ভালো একজন ফটোগ্রাফারকে নিয়ে লেখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। ভাল থাকুন।
১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫০
অ রণ্য বলেছেন: আমি নিজেও অনেক আগেই দেখেছি ছবিগুলো এবং প্রথমবারেই মুগ্ধ হয়েছিলাম। কোনো সন্দেহ নেই এই নারীর ফটোগ্রাফির মাস্টারী সম্পর্কে, আর প্রথম মুগ্ধতার রেশ ধরেই ছবিগুলো অন্যদের সাথে শেয়ার করা।
ধন্যবাদ আপনাকেও। ভাল থাকুন আপনিও।
১০| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:১১
সায়েদা সোহেলী বলেছেন: +++++
অামরা ছোটবেলায় অকারণ লেজ টানতাম একে অপরের___এবং স্বভাবটি এত ভালভাবে রপ্ত যে, এখনও তা যায়নি !!!!
১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৮
অ রণ্য বলেছেন: হি হি হি হি ______
১১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার +
১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৯
অ রণ্য বলেছেন: ধন্যবাদ
১২| ১৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৭
নিয়েল হিমু বলেছেন: সব গুলো ছবি অসাধারনের চেও বেশি কিছু । সব গুলো মডেলকে যদি একবার কোলে নিতে পারতাম... রিয়েল পিকজেলের ছবি গুলো কোথায় পেতে পারি ?
১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৬
অ রণ্য বলেছেন: ঠিক বলেছেন__আপনার মতো অনুভূতি আমারও হয়েছে। নেটে খুঁজলেই পেয়ে যাবেন। নাম লিখে গুগল করুন, অসংখ্য লারজ পিক্সেলের ছবি পেয়ে যাবেন নিশ্চিত।
১৩| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৮
বটের ফল বলেছেন: কোন কথা নেই। শুধু মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকার মত কিছু ছবি। ++++++
১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৭
অ রণ্য বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
১৪| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৯
সোহানী বলেছেন: ওওওওওওওওওওও কি সুন্দর......................
১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩১
অ রণ্য বলেছেন: হুম______সুন্দর বটে !!!!!!!!!!
১৫| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৭
জেরিফ বলেছেন: চমৎকার কিছু ছবি । ভালো লাগলো
১৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৩
অ রণ্য বলেছেন: ভালো লাগার মতো সত্যিই।
এই নারীর আরও অনেক ছবি আছে, সেগুলোও এক কথায় অসাধারণ।
১৬| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৩
বোকামানুষ বলেছেন: নিস্পাপ মুখ সব সময়ই সুন্দর
ভাল লাগলো ছবিগুলো
১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১২
অ রণ্য বলেছেন: হুম____শিশুরা সব সময়ই সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৫
চড়ুই বলেছেন: সবগুলো ছবি অসাধারণ তবে ৩ নাম্বার ছবিটা দেখলে মনে হয় এটা যেন আমি নিজেই।