![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
আমার যদি কোনো কন্যা সন্তান থাকত, তবে আমি অবশ্যই তার বিয়ের জন্য ডাক্তার (স্বদেশী), শিক্ষক (স্বদেশী), রাজনীতিবিদ (স্বদেশী) এবং পুলিশ (স্বদেশী) এই মহানতম প্রজাতীগুলোকে কখনোই প্রাধান্য দিতাম না এবং সব উপায়ে তাদের বর্জন করতাম, আর হয়ত তখনই এই বিশেষ প্রজাতীর মহামানবেরা জানতে অথবা বুঝতে পারত, কতটা ঘৃণ্য ও ভয়াবহ হয়ে উঠেছে তারা সামাজিক জীবনে।
কিন্তু হায়, এই দেশে তাদের এমনই কদর, নিজ সন্তানের বিয়ে দেবার জন্য পিতা-মাতারা এইসব মহান প্রজাতীদেরই সর্বাগ্রে বিবেচনা করে, এমনকী মেয়ে উচ্চ শিক্ষিত হলেও নিদানপক্ষে একজন কম শিক্ষিত সরকারী আমলার সাথে বিয়ে দেবার জন্য তাদের মরিয়া প্রয়াসই বলে দেয়, কতটা বিবেক-বোধহীন হয়ে উঠেছে এই সমাজ।
হয়ত বাঙ্গালী পিতা-মাতার এমন মনোভাবই আমাদের অধিক সাহায্য করেছে দিনে দিনে এমন কুলাঙ্গার ও চরিত্রহীন হয়ে উঠতে !!!
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৫
ফয়েজ মজুমদার বলেছেন: সত্য বটে