![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
হয়ত বা এখানেই ছিল
নতুবা ছিল কোনো মরে যাওয়া ফুলে
মাঝে মাঝে এভাবে বৃষ্টি হলে
নম্র যে বাতাস ছুঁয়ে যায় বিকেলের শেষ আলো
সে জানে কিভাবে শ্বাস নিতে নিতে
অনায়াস মরে যায় প্রিয় কবুতর
আমাকে কে দেবে আকার এতদূর এসে
নিজেকে ছোব আজ কোন হাত দিয়ে
প্রশ্ন শেষে হয়ে উঠি নিষ্ঠুর ক্রমাগত
যদি বলি এভাবে যায় না ছোয়া হৃদয়ের আলো
কেন জানি আরেকটু এগিয়ে এসে
নিবিষ্ঠ ছায়াও হয়ে ওঠে বিষধর সাপ
এ রক্ত কাকে চেনে কোন রূপে
এ আলো কীভাবে ফেরে পথ চিনে চিনে
যে পৃথিবীতে তুমিও বাঁচো তোমারই রূপে
সে পৃথিবীতে আমি কেন অজগর সাপ
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
অ রণ্য বলেছেন: দুঃখিত আপনার মন্তব্য অনুধাবণ করতে না পারার জন্য!
২| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১৫
নায়না নাসরিন বলেছেন: সাপ ভয় পাই ভাইয়া
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
অ রণ্য বলেছেন: হা হা হা
৩| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৬
ধ্রুবক আলো বলেছেন: অজগর কেন হবেন?!
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৯
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, আপনি গিলে ফেলার চেস্টা করেন?