![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমারও স্বপ্ন ছিল, দোতারা হাতে বাউল বেশে ঘুরে বেড়াবার!"
স্বপ্ন স্বপ্নের জায়গায় থাকুক, বাস্তবতায় আসি। আমি ভাই খুব খেলা পাগল মানুষ। বাংলাদেশের ক্রিকেট খেলা হলে উত্তেজনায় আমার দম বন্ধ হয়ে আসে! ছোট বেলায় কতই না নাদুস-নদুস ছিলাম। রাত জেগে জেগে ফুটবল দেখতে দেখতে এখন কত শুকিয়ে গেছি!
আমার এক সিনিয়র ভাই সাংবাদিক মানুষ। একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। তিনি বেশ ভাল করেই জানেন, আমি খেলা আর ছাড়া কিছুই বুঝিনা। সবসময় তিনি চাইতেন আমি যেন ওনার মত বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হই!
"ক্রিকেটে বাংলাদেশ জিতলে আমরা কত খুশি হই, সবাই উত্সব করি। ক্রিকেটের সাফল্য অনেক বড় সাফল্য, কিন্তু এর চেয়েও বড় সাফল্যও আমাদের জীবনে আসতে পারে..", ভাই আমাকে বোঝাচ্ছেন।
আমি বললাম, "দাদা, আপনি কি বিশ্বকাপের কথা বোঝাচ্ছেন?"
তিনি আমার উপর কিছুটা বিরক্ত হলেন মনে হল। আমি একটু বিব্রত হলাম। সিগারেট ধরাতে ধরাতে তিনি বললেন- "জীবনের বিজয়ই যদি না আসে, তবে ক্রিকেটের বিজয়ের কীই বা মানে?"
ছয়টা সিগারেট শেষ হল। অবশেষে বুঝতে পারলাম, বড় ভাইয়ের সমস্ত শিরা-উপশিরায় বিপ্লবের চেতনা বহমান। দেশ তাকে ডাকছে এগিয়ে যাওয়ার জন্যে, তাকে এগিয়ে যেতেই হবে!
ভাই একপর্যায়ে বললেন, দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। প্রতিটি মন্ত্রিসভায় নতুন করে গড়তে হবে। অনেকক্ষণ চুপ করে ছিলাম। এবার মনে হল, আসলেই তো! পরিবর্তন তো দরকার! বললাম- "ভাই ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দিয়েন- দক্ষিন আফ্রিকা আর ইংল্যান্ডের আগে আমরাই বিশ্বকাপ নেব!"
বড় ভাই এবার বিরক্তিতে হাতের সিগারেটই ফেলে দিলেন..
©somewhere in net ltd.