![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীকাল বাদ-জুমা জামাত শিবিরেরা সাধারণ বিশ্বাসী মানুষের ধর্মানুভূতিকে ব্যবহার করে যে মিছিল সমাবেশ করবে শাহবাগের গনজাগরণের বিরুদ্ধে ,তাকে কিভাবে মোকাবিলা করবে -সে ব্যপারে শাহবাগের সমাবেশ কিছু বলছে না কেন ?
মসজিদকে ব্যবহার করে তারা শাহবাগের জনতাকে নাস্তিকদের আখড়া বলছে, তাদের উৎখাতের কথা বলছে- এর বিরুদ্ধে কিছু বলছে না কেন ?
সবাইকে সজাগ থাকতে হবে এই সব মসজিদ ফেরৎ মুসল্লীদের ব্যবহার করা থেকে ।আর যে সব পত্রিকা এই ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে হাঙ্গামা বাঁধাতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে ।ব্লগার রা ব্লগে অনেক কিছু লিখতেপারে-কিন্তু সে সব প্রকাশ করে তারা উস্কানি দিচ্ছে ।
এই সব লিখা আমার দেশ,নয়া দিগন্ত, ইনকিলাব এখন প্রকাশ করছে কেন ? যদি সত্যিই মনে করে সে সব তাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে আগে কেন প্রকাশ করেপ্রতিবাদ করেনি ? কেন তার মৃত্যুর পর প্রকাশ করা হচ্ছে ?
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
তন্দ্রামোহ বলেছেন: থাবা বাবা মহৎ বাবা একটু না হয় করেছে ভুল
তাই বলে একটু ভুলের দিতে হবে এত মাশুল।
থাবা বাবা আমার বাবা কিসের নবী রাসূল
আল্লাহ খোদা মানিনাকো নেই আমাদের তুল,
গণজোয়ার হোক না যতই নাস্তিকেরই ঘর
বলবো আমরা সুবিধা যখন আল্লাহ দিবেন বর।
ইসলামের চর্চা আমরাও করি
জানাজারও নামাজ পড়ি
মানুষ বলে হতে পারে নামাজেতে ভুল
তাতে মোদের কি আসে যায়
হোক না যতই ভুল।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
মোঃ রফিকুল ইসলাম বলেছেন: দেশরে তৌহিদী জনতা পায়ের জুতা নিয়ে অপেক্ষা করছে।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
ওমেগা পয়েন্ট বলেছেন: সাধারণ মানুষের অনুভুতিকে অসম্মানিত করলে মানুষ কি মিছিল না করে কোল নিয়া চুমা দিবে?
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
শাহরিয়ার মামুন১ বলেছেন: জামাত শিবির নবী সাঃ বিরোধি,
দেইল্লার ওয়াজ সুনলে তার প্রমান পাওয়া যায়,