নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষাদ

আমি জানি আমি জানি না

ব্যতীপাত

স্থপতি

ব্যতীপাত › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হোক

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯

একাত্তরের পরাজিত শত্রুরা আজ মরিয়া ।

একের পর এক ষড়যন্ত্রে আমাদের খোল নলচে উল্টে ফেলছে।

'৭৫ এর পর থেকে তারা দ্বিতীয় পাকিস্তান বানানোর প্রচেষ্টায় এগিয়েছে বহুদুর-দেখতে হয়েছে পরাজিত শত্রুদের আস্ফালন- তারা পুনর্বাসিত হয়েছে । দেখতে হয়েছে প্রেসিডেন্ট পদে রাজাকার,গোলাম আযমকে দিয়েছে নাগরিকত্ব,ছুঁড়ে ফেলা ধর্মীয় দলগুলো পুনর্বাসন ।

৯১এ পুনরায় ধর্মকে পাকিস্তানি কায়দায় ব্যবহার করে রাষ্ট্রকে করেছে কলুষিত

২০০১ সালে এসে আরেকটা ৭১ বানিয়েছিল এদেশের সংখ্যালঘূদের জীবনে- নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে তত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে তারাই করলো কলুষিত , বিতর্কিত- যে কারণে এলো সেনা শাসন ।আবার তারাই চায় তত্বাবধায়ক।হায় দ্বিচারিতা !

আর আজ যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, চেষ্টা হচ্ছে একাত্তরের মুলধারায় ফিরবার-তখন তাদের বাঁচানোর জন্য জামাত শিবির পোড়ামাটি নীতি নিয়ে জনপদ ধ্বংস করছে,পুড়িয়ে মারছে অসহায় মানুষদের ।

আজ নিরপেক্ষ সাজবার সময় নাই-একাত্তরের প্রেরণায় এবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হোক

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১১

সাঈফ শেরিফ বলেছেন: এই রকম স্বঘোষিত, দলীয় ২য় মুক্তিযুদ্ধের ডাক এলে, নিজেকে রাজাকারের তালিকাতে রেখে ধন্য মনে করতাম।

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

আরেকজন অন্ধকার বলেছেন: hmm

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

সাজিদনজরুল বলেছেন: only BAL think about second liberation war. BAL never belive in democracy. BAL is BAKSAL.

৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

রানার ব্লগ বলেছেন: রাজাকার সবসময় রাজাকার, ২য় ৩য় মুক্তিযুদ্ধের ডাক আশুক বা না আশুক তারা তাদের ঘন্ধ সরাবেই, দেশ টা দুরঘন্ধে ভরে গেছে, সাফ করা খুবি জরুরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.