নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধাহীন, দৃঢ় ও মুক্ত কণ্ঠের আহ্বান

www.facebook.com/ArunodoyOfficial

অরুণোদয়

এমন করেই যায় যদি দিন, যাক না..............

অরুণোদয় › বিস্তারিত পোস্টঃ

আপনার কি ব্যাংক এশিয়া তে অ্যাকাউন্ট আছে?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

বাংলাদেশ এর ব্যাংকিং সেক্টর নিয়ে আসলে যে মানুষ কি আশা করে, তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না... সরকারি ব্যাঙ্কদের প্রায় সবসময় গালা গালি করে, বলে যে তাদের সার্ভিস খুব খারাপ, পুরনো আমলের সার্ভিস... আবার প্রথম সারির প্রাইভেট ব্যাংক যেমনঃ ডাচ বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক ইত্যাদি ব্যাংক দের খারাপ বলে!



ব্যাংক এশিয়া নিয়ে অনেক ব্লগে অনেক কিছু পড়লাম, অনেকে অনেক গালাগালি করলেন... আমি গতকাল ব্যাংক এশিয়াতে অ্যাকাউন্ট খুলে আসলাম... একটু দরকারও ছিল অবশ্য... বাসায় আশার পর ব্লগ গুলাতে পড়লাম ব্যাংক এশিয়ার সার্ভিস নাকি জঘন্য! পোস্টটি অবশ্য ১.৫ বছর আগের, তাই এখন কি অবস্থা বুঝতে পারছি না...



যাদের ব্যাংক এশিয়াতে অ্যাকাউন্ট আছে, বা ব্যাংক এশিয়া নিয়ে অভিজ্ঞতা আছে, তাদের কাছে আমার আন্তরিক প্রশ্ন, overall ওদের সার্ভিস কেমন?



ব্যাংক এর ভিতরের সাজসজ্জা অনেক ভাল, সার্ভিস ও তো আমাকে ভালই দিল প্রথম দিন!

কিন্তু VISA Card এর জন্য অ্যাপ্লাই করলাম, বলল ৭ দিন পরে আসতে... আসলেই কি ওরা ৭ দিন পর কার্ড দেয়? ব্লগে পড়লাম Card দেওয়ার সময় নাকি Thanks Giving Letter না কি সাথে আনা লাগে? ওইটা কত দিন পর পাওয়া যায়?



আর ওদের অনলাইন ব্যাংকিং সার্ভিস কতদিন পর অ্যাক্টিভ হয়, কোন ধারনা আছে??



ধন্যবাদ!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

তৌহিদ জামান73 বলেছেন: খুব ভাল, আমার আছে দুটো অ্যাকাউন্ট

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

অরুণোদয় বলেছেন: আপনি কি ওদের ATM Card ব্যবহার করেন?

কত দিন পর কার্ড পেয়েছিলেন??

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

আশীষ কুমার বলেছেন: সরকারি ব্যাংকের সার্ভিস খারাপ এটা একটা 'প্রবাদ'। আজীবন খারাপই বলবে মানুষ। যত ভালই দিক খারাপই বলবে। এখন অনেক ভাল সার্ভিস দেয়। সাধারণ গ্রাহকদের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের নজরে আনলে সাথে সাথে কাজ হয়। যথাযথ বলতে ঐ শাখার ম্যানেজার নয়। আঞ্চলিক কার্যালয়ের নাম্বার নিয়ে একটা ফোন করেন। দেখেন কাজ হয় কিনা।

বেসরকারি ব্যাংককে তো বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, সিভিল পেনশন, আর্মি পেনশন, চালান, পে অর্ডার, এরকম ৭৩ রকম সরকারি কাজ করতে হয় না। তাই ঝকঝকে তকতকে থাকে। এর যেকোন একটা কাজ তাদের করতে দিয়ে তারপর তুলনায় আসতে হবে।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

নীলতিমি বলেছেন: @আ শী ষ : খুব ভালো বলেছেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.