নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন করেই যায় যদি দিন, যাক না..............
সেদিন ক্লাসে বসে ছিলাম... ক্লাস ভাল লাগে না... বোরিং ক্যামেস্ট্রি ক্লাস... জানালা দিয়ে বাইরে তাকিয়ে কি যেন ভাবতে লাগলাম... তখনি ওকে দেখতে পাই...
আমার ক্লাসরুম চার তলায়... ওদের পাঁচ তলায়... আমার রুম থেকে ওদেরটা ভালই দেখা যায়... আমি আনমনে যে ওর দিকে তাকিয়ে ছিলাম, ঠিক বুঝে উঠতে পারিনি... হটাত তাকিয়ে দেখি ও আর ওর এক বান্ধবী আমার দিকে তাকিয়ে হাসছে... আমিও হাসি দিলাম...
সেদিন আর পরেরদিন চোখা-চোখি করেই কাটল... পরের দিন শুক্রবার, কলেজ বন্ধ... শনিবার ছিল আমাদের parents day… খাতা দেখানো হল, আর রেজাল্ট দিল... তাই সেদিন আর ক্লাস হয়নি, তাকে দেখতেও পারিনি... রবিবার এসে দেখি ওদের ক্লাসরুম বদলে অন্য রুমে নিয়ে গিয়েছে... এতটা হতাশ হলাম, যে সেদিন ক্লাসই করতে পারলাম না...
বেশ কএকদিন কেটে গেল... ওর কথা প্রায় ভুলে গেলাম... হটাত একদিন মাঝরাতে খুব ইচ্ছা হল ওকে দেখার... কিন্তু ওর ছবি নাই, নাম জানি না, আমি বাংলা মিডিয়ামে, ও ইংলিশ ভার্সনে... কোন উপায় নাই ওকে দেখার... কিন্তু আমিও হাল ছাড়ার ছেলে না, ফেসবুকে বসলাম... ইংলিশ ভার্সনের ফ্রেন্ডদের ফেসবুক ফ্রেন্ডলিস্ট ঘাটাঘাটি করা শুরু করলাম... রাত যায়, তাকে আর খুঁজে পাই না... অবশেষে একজনের ফ্রেন্ডলিস্ট থেকে পেলাম...
কি কিউট! এত কিউট একটা মেয়ে! আমার ক্লাসমেট, কিন্তু আগে দেখি নাই... ওর আবার বয়ফ্রেন্ড নাই তো? খুব কিউট মেয়েদের আবার 50/50 চান্স থাকে, হয় থাকবে, নাহয় থাকবে না... ফ্রেন্ডলিস্ট দেখে বুঝলাম ফ্রেন্ডলিস্টের সব ক্লাসমেট, মেয়ে খুব রিজার্ভ টাইপের... আমি কিছু না বুঝেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম... দেখি কি হয়! একসেপ্ট করলে ভাল, নাহলে লাক খারাপ ধরে নিতে হবে!
বলা ভাল যে, আমার ইংলিশ ভার্সনের অনেক ফ্রেন্ড আছে... তাই ওর সেকশনের অনেকেই আমার মিউচুয়াল ফ্রেন্ড ছিল... সেজন্যই মনে হয় আমার রিকোয়েস্ট একসেপ্ট করল! আমি তো পারলে আনন্দে হাওয়ায় ভাসি!! এরপর শুরু করলাম চ্যাট... প্রথম ১ সপ্তাহ একটু একটু চ্যাট করলাম... বুঝলাম, নাহ, এই মেয়ে পটানো মুখের কথা না! খুবই কঠিন, মেয়ে রিজার্ভ টাইপ!
হটাত করে এক্সামের সময় ও চ্যাটে নক করল... আমার কাছে সাজেশন আছে কিনা, তাই... আমি দিলাম... তখন থেকে সেই যে চ্যাট করছি, তা গত ৪/৫ মাস ধরে চলছে... ১ দিনও যায়নি, যে আমরা চ্যাট করিনি... হয়ত দেখা গেছে, আমি অনেক সময় চ্যাট শেষ করতে চেয়েছি, কিন্তু ও আবার সেখান থেকেই শুরু করেছে... এভাবেই আমরা একে অন্যের সম্পর্কে জানতে পারি... জানলাম, ওর বয়ফ্রেন্ড নাই... কিন্তু এখন রিলেশনে যেতে চায় না... আমার কথাও জিজ্ঞেশ করে... আমিও বললাম, নিজের মনের মত মেয়ে খুঁজে পাইনি...
আজকে আর মন মানছিল না... কারন, আমি ইন-শা-আল্লাহ কলেজ শেষ করে একবারে US/Canada চলে যাব পড়াশোনা করতে... বাসা থেকে সব ঠিক... ওর ও একই ইচ্ছা... হাতে সময় খুব কম... পড়ে আর বলতে পারি কি না, তাই মন খারাপ করে আজকে একটা স্ট্যাটাস দিলাম, যে আমি যাকে পছন্দ করি, তাকে হয়ত কখন জানাতেই পারবনা আমার অনুভূতিগুলোর কথা... আমি রিস্ক নিতে চাই না... হয়ত জানাব, আমি চলে যাওয়ার আগের দিন...
ওর পর থেকেই আমাকে বারবার জিজ্ঞেশ করছে, কে সেই মেয়ে... আমি তাকে বলি না কেন... এখনি আমার বলে দেওয়া উচিত... আমিও ওকে কিছু বলি না... এখনও আমি নিজের পরিচয় দেওয়ার মত কোন পর্যায়ে যেতে পারিনি... তবে বল্ব, যখন কোন ভাল, top ranked university তে admitted হব… অপেক্ষা করি সেই মাহেন্দ্রক্ষণের, যখন আমি ওকে বলতে পারব, আমিই সেই ছেলে, যে তোমাকে ক্লাসের জানালা দিয়ে দেখত! সেদিন স্ট্যাটাসে তোমার কথাই লিখেছিলাম... আমি তোমাকেই ভালবাসি... তোমার হাত ধরেই সারা দুনিয়া ঘুরে বেরাতে চাই!
সময় যেন কাটেনা... আমাদের কথাও শেষ হয়না... রয়ে যায় অপেক্ষা…………..
©somewhere in net ltd.