![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে বেচে থাকাটা দিন দিন অর্থহীন মনে হছে। আমার জীবনে দিন গুলো শুধু চলে যাচ্ছে ।
চাকুরি করি শুধু সময় চলে যাওয়ার জন্য ।এখন আমার জীবনে কোন স্বপ্ন নেই। আর স্বপ্ন ছাড়া জীবনে বেচে থাকাটা খুবই কষ্টের।কেউ মনে করতে পারেন আমি হইত প্রেমে ছাকা খাইছি।না ভাই আমি বিবাহিত এবং আমার বউ অনেক ভাল মনের মানুষ। সে আমাকে অনেক ভালবাসে।প্রতিটি মানুষের জীবনে একজন মানুষ থাকে যাকে সে তার জীবনের চাইতে বেশী ভালবাসে। জীবনের মায়া বড়ই কষ্টের।তাই আর মায়া বাড়াইতে ইছা করে । কষ্টের কথাটা আমি বলতে পারি না। আমি বেচে থাকব কিসের জন্য কেউ কি আমায় বলতে পারেন............।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
পাগলা দাশু০০৭ বলেছেন: একটা বাচ্চা নেন। পোলাপানের মুখের দিকে তাকালে দেখবেন দুনিয়াটা আসলেই অনেক সুন্দর............... মে অল্মাইটি ব্লেস ইয়ু