নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহূর্তের মন্তব্য

বাস্তবতাময় প্রকাশ্য

আসাদুজজেমান

আবেগপ্রবন, ভয়ডরহীন, লড়ে যেতে প্রস্তুত শেষ রক্তবিন্দু দিয়ে।

আসাদুজজেমান › বিস্তারিত পোস্টঃ

চাল দেখে যায় চেনা!

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮

টিভিতে এক কোম্পানির ঢেউটিনের বিজ্ঞাপনের থিম এটি।
যেখানে এক ব্যাক্তি মানুষের ঘরের চাল দেখেই বলে দিতে পারে কার ভবিষৎ উজ্জল আর কার অন্ধকার!
বোকা সাগরেদ বিষয়টি বুঝতে না পেরে জানতে চাইলে জোতিষি ওস্তাদ বলে- বেশী দিন টিকবো না যাইনাও যারা সাধারন টিন ব্যবহার করে তারা ব'য় ওকারে বো, ক'য় আকারে কা, বোকা। তাদের জন্য চোখ বন্ধ করে বলে দেয়া যায় ভবিষৎ অন্ধকার।
আর যারা অমুক টিন ব্যাবহার করে, তারা হইলো বুদ্ধিমান, আর বুদ্ধিমানের..
সাগরেদ বোকা হাসিতে বলে- ভবিষৎ উজ্জল হইবে না কি আমার হইবে?

ছোট বেলা থেকেই চাল শব্দটি আমার কাছে বিভ্রান্তির!
ঘরের চাল, ভাতের চাল, আবার চলনের চাল, রাজ-রাজাদের খেলা দাবা খেলার চাল।
এত চালের মোহনায় আমি শুধু একটা কথাই বুঝি- চাল দেখে যায় চেনা।
সে চাল ঘরের হোক, ভাতের হোক, চলনের হোক কিংবা দাবার..

রাজ-রাজাদের রাজনৈতিক যে দাবার চাল, তা দেখেই চেনা যায় এ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য কতটা দেশের স্বার্থ বিরোধী দালাল!

আওয়ামীলীগ- ক্ষমতা টেকানোর জন্য দিয়েছে রামপালে বিদ্যুৎ কেন্দ্রের চাল!
বিএনপি- ভারতকে না চটানোর জন্য রয়েছে নিরব চাল!
গৃহপালিত জাতীয় পার্টির কথা না হয় নাই বা বললাম।

এই যে- সারাদেশের কয়েক জেলায় ভয়াবহ বন্যা হচ্ছে। ঘর ডুবে যাওয়ায় মানুষ উঠে গেছে ঘরের চালে!
তাদের খাবার চাল নেই! চলনের চালের উপায় নেই!
তাদের জন্য রাজনৈতিক দলগুলো কি চমৎকার নিরবতার চালই না দিচ্ছেন!

অথচ এদের ক্ষমতা রাস্তার জন্যই এদেশের মেক্সিমাম জনগনের সমর্থন!

আসলে এদেশের জনগন হইলো ব'য় ওকারে বো আর ক'য় আকারে কা, বোকা।
তাই এ বোকা জাতির ভবিষৎ অন্ধকার করা জাতীয় সম্পদ বিকোবে না কি আমেরিকার বিকোবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.