![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহান বাংলা ভাষার মাস ফালুগন হলেও আমরা একুশে ফেব্রূয়ারি বলতে ভালোবাসি । এই মাসে আমার এক বন্ধুর আবেগী স্ট্যাটাস আর ভাষার জন্য উঠলে পড়া দরদ দেখে ভালো লাগে কিন্তু তার তার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম এ পড়ানোর জন্য তার অনেক গর্ব।
পরিচিত একজন ভদ্রলোক প্রায়ই নিয়মিত নামাজ পাড়ার ফজিলত ও ইসলামিক জীবন যাপনের উপর উপদেশ দেন।তার স্ত্রী কন্যার পোশাক মিয়া খলিফার মত, বুক যতটা উঁচু করে দেখানো যায়, হিজাব পড়া বুকে ওড়না নাই , যে হালুয়া টাইপ ড্রেস ।
নামাজ পড়েন অথচ অবৈধ ভাবে টাকা আয় করেন (যেমন ঘুষ ,দুর্নীতি ) এমন লোকের সংখ্যা এখন জ্যামিতিক ভাবে বাড়ছে ।বড় বড় ঘুষ খোরদের ধরা পড়া দেখে মনে হয় লেবাস টা তারা ভালোই কাজে লাগিয়েছেন ।
যখন যে দল ক্ষমতায় তাদের সমর্থকরা মিথ্যাবাদী ও বিবেক বিবেকহীন হয়ে যান , তাদের দল কারচুপি করলেও সেটা বেমালুম চেপে যান , অন্যদলের সমালোচনার বেলায় মহা ওস্তাদ নিজের দলের কার চুপিকে হালাল বলে গিলে ফেলেন ।সাধু সাধু , থুতু মারি এই সাধুদের মুখে
নামাজ ও পড়ি আবার হিন্দি ফিল্মে সানি লিওন এর উরাধুরা নাচ ও দেখি কোনো সমস্যা নেই মনে করেন অনেকেই আসলেই কি তাই ? একজন ভালো আলেম কে জজ্ঞাসা করুন ।
এইরকম দ্বিচারিতা আমাদের মাঝে প্রকট অথচ আমরা সবাই সাধু
©somewhere in net ltd.