নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা লিখি তাহা ভুল করে লিখি যাহা লিখিতে চাই তাহা পারিনা ।সংশয়ে কলম সদা দোলেপাছে লেখা বিপদে ফেলে

আসামিহাজির

আসামিহাজির › বিস্তারিত পোস্টঃ

নায়িকা সিমলা ,বিমান ছিনতাই ও খেলনা পিস্তল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩

আজ মাননীয় বিমান প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন তল্লাশি ভেদ করে বিমানে অস্ত্র নিয়ে প্রবেশ অসম্ভব অথচ খবরের শিরোনাম বিমান ছিনতাই কেউ গুলির শব্দ শুনেছে কেউ গ্রেনেড ফাটার শব্দও শুনেছে , শেষে দেখা গেলো খেলনা পিস্তল নিয়ে ছিনতাইকারী নিজেই নিহত , সুদক্ষ কমান্ডোর গোলাগুলিতে ছিনতাইকারী শেষ পর্যন্ত নিজেই নিহত। একটা বিষয় কিন্তু ব্যাতিক্রম অন্যান্য গুলি বিনিময়ে কিছু পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসা নেন এখানে সেটা হলোন খেলনা পিস্তলের কারণে।রাবের তালিকা ভুক্ত একজন সন্ত্রাসী বিমানে উঠে গেলো অথচ বিমানে ওঠার আগে স্পেশাল ব্রাঞ্চের লোকেরা আধাঘন্টা ব্যাকগ্রাউন্ড চেক করেন তাহলে ?
জীবিত ধরলে কেন কিভাবে একজন পিস্তল নিয়ে বিমানে উঠলো সেটা জানা যেত। মাননীয় তথ্য মন্ত্রী চকবাজারের আগুনে বিএনপির ষড়যন্ত্রের মতো একটা বিবৃতি দিতে পারতেন সেই সুযোগ হাতছাড়া হয়ে গেলো ।
এখন জানা যাচ্ছে নিহত পলাশ নাইকা সিমলাকে বিয়েও কোরেসিলেন, (ফটো সংযুক্ত ) এইবার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এর কাজ শুরু হতে পারে কারণ এই বখাটে জঙ্গি ছিল এই ফর্মুলা কাজে লাগানো যাবে না।
ঘটনার অন্তরালে অনেক ঘটনা চাপা পরে যায় ,এক বিষয়ে শোক বা চমক কাটে আর একটি বিষয়ের আগমনে ,এতে খবরের শিরোনাম পাওয়া যায় , চায়ের কাপে ঝড় উঠে কিন্তু বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হতে থাকে।তার বিরূপ প্রভাব পরে অর্থনীতিতে আর সাধারণ জীবনের গতিপ্রবাহে,

এই সেই বিমান ছিনতাইকারী পলাশ ও নায়িকা সিমলা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.