নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা লিখি তাহা ভুল করে লিখি যাহা লিখিতে চাই তাহা পারিনা ।সংশয়ে কলম সদা দোলেপাছে লেখা বিপদে ফেলে

আসামিহাজির

আসামিহাজির › বিস্তারিত পোস্টঃ

স্যামহোয়ার ইন ব্লগ দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে নিহত না হয়ে যায়

১৭ ই মার্চ, ২০১৯ ভোর ৪:৩৯

বর্তমান সরকারের আমলে মিডিয়ার প্রসার অনেক বেশি ঘটলেও গুণগত মান নিরপেক্ষতা নিয়ে শুধু যে সংসারে আছে তাই না সরকারের তরফ থেকে পত্রিকাগুলোর নিয়ন্ত্রণ আনার প্রচেষ্টা স্পষ্ট lসরকারের সুনির্বাচিত তথ্যমন্ত্রী বিবৃতিতে এতটাই পারদর্শী যে দিনকে রাত রাতকে দিন বলতে তাদের এতোটুকু কষ্ট হয় না lবাংলা একটা প্রবাদ আছে একজন লোক প্রতিদিন তার বউকে ধরে পেটাতে থাকতো। বউ জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি আমাকে মারো কেন ? তুমি কি আমার সাথে সংসার করতে চাও না? তখন ওই লোকের উত্তর ছিল তুই কি কিলের ভাবে টের পাস না? অর্থাৎ তার ব্যবহার থেকেই তো বুঝে নেওয়া উচিত যে সে কি চায়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনলাইনে ক্ষতিকর ওয়েবসাইট ও ভিডিও অপসারণ এর মাধ্যমে সরকার যে পদক্ষেপ শুরু করেছেন, সেই শুদ্ধি অভিযানে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে সামহোয়্যারইন ব্লগের ক্রসফায়ারে নিহত হওয়ার সম্ভাবনা প্রবল মনে হচ্ছে। একটি ব্লগে অনেক লেখকই লেখেন তাদের সবার মতামত বা লেখা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা একটা কঠিন কাজ ।তাছাড়া মত প্রকাশের স্বাধীনতা যেখানে সেখানে সরকারের সমালোচনা থাকাটাই স্বাভাবিক । সরকারের দৃষ্টিভঙ্গি আমার এই মতের সাথে একমত না । আসলে শুধুমাত্র সরকারের পক্ষে যারা লিখবে তারাই ভালো এবং বিরুদ্ধে যারা লিখবে তারা মহা খারাপ, জামাত শিবির বা বিরোধীদল।ন্যায় সঙ্গত সমালোচনাও যারা করবে তারা খারাপ এই যে পার্সপশন এবং তার ভিত্তিতে প্রশাসনিক তৎপরতা এখন বাস্তব সমস্যা।সিরকারের পক্ষে না লিখে নিরপেক্ষ লেখার জন্য সামহোয়্যার ইন ব্লগের উপর অলিখিত প্রভাব এর মধ্যে দেখা যাচ্ছে।এখন সামনের দিনগুলোতে অনিচ্ছ্রএ
ফলাফল বা প্রভাব যে সামহোয়্যারইন ব্লগের উপর পড়বে না এই কথা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যদিও সরকার এ ব্যাপারে সব সময়ই বলে এসেছেন বা বলবেন যে তারা কিছু করেন নাই বা জানেন না সেই কথায় কতটুকু আস্থা রাখা যায় সেটা একটি বড় প্রশ্ন । দেখা যায় অনেক ক্ষেত্রেই কথা যা বলা হয় কাজ করা হয় তার উল্টা অথবা উল্টা কাজ করে খুব সহজ সরল একটা বিবৃতি দেওয়া হয় । তাই হতভাগ্য পাঠক আর আমার মত অপদার্থ ব্লগারদের ভাগ্যে কতদিন আর সামহোয়্যারইন ব্লগে লেখার সুযোগ উদার সরকার রাখবেনথ বা সরকার বনাম ও গ্রহণযোগ্য ওয়েবসাইটের গোলাগুলির মধ্যে পড়ে সামহোয়্যারইন ব্লগ বন্ধ হয়ে যাবে সেটা নিয়েই খুব সংশযযে আছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৯ ভোর ৫:১০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকে যদি সামু সম্পর্কে জানানো যায়, ব্লগ বন্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই; বরং যারা ব্লগের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের মাঝে কমপক্ষে ১ জনের চাকুরী চলে যাবে।

২| ১৭ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১১

আকতার আর হোসাইন বলেছেন: সংশয়ে কাটছে দিন রাত।

৩| ১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: কত দিন হয়ে গেল সমস্যা কাটছে না।

৪| ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:২১

মাহমুদুর রহমান বলেছেন: ব্লগ ভালো থাকুক,ব্লগাররা ভালো থাকুক।

সাবলীল ও সুন্দর ভাষায় যারা মত প্রকাশ করে না তাঁদের ব্লগ থেকে ব্যান করা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.