![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোটার ভোটার ডাক পারি
ভোটার গেলো কোন বাড়ি?
আয়রে ভোটার কেন্দ্রে আয়
ভোট দেবার দরকার নাই ।
=================
হাত টিমা টিম টিম
তাদের ভয়ে গা হয় হিম
তারা রাতে পারে ডিম
তাদের খাড়া অনেক শিঙ
তারা হাট টিমা টিম
***************************
বসেন বসেন বসে যান
না হলে যে যাবে প্রাণ (ফেসবুকের ট্রল)
"""""""""""""""""""""""""""""""""""""""""
রাজনীতির বড় অর্জন
জাতি করে ভোট বর্জন
বিরোধীদের ভুয়া গর্জন
জনগনের মাথা ভন ভন
________________
ইনটেনসিভ এ বিরোধী দল
জানে সবাই কি ফলাফল
কথার কথা গণতন্ত্র
ভোটের বেলায় ষড়যন্ত্র
বিচার মানি তালগাছ আমার
ভোট কেন্দ্র আমার মামার ।
*****************************
ভোট কেন্দ্র জনশূন্য ,
কর্মকর্তা ঘুমায় ,
আনসাররা দোলনা চড়ে,
জনগণ কমায় ।
>>>>>>>>>>>>>>>>>>>>>
এখন যৌবন যার
রাত্রে ব্যালট বাক্স ভরার তার শ্রেষ্ঠ সময়
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ও বিড়লা কিশোরী
এই নিরালা সন্ধ্যায়
যতই বলনা তুমি নিবিড় আশ্বাসে
ভোট দিতে যাবো না আমি ওই কেন্দ্রের আসেপাশে
তুমি তো জানোনা এখন নিঠুর সময়
ভোট কেন্দ্রে যেতে মোর জীবনের ভয়
++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++্
রাঙামাটির ৩ উপজেলায় ১২ প্রার্থীর ভোট বর্জন
দুই কক্ষে ভোট পড়েনি একটিও, গল্প-গুজবে সময় পার করেছেন কর্মকর্তারা
ইমাদ উদ দীন,মৌলভীবাজার থেকে | ১৮ মার্চ ২০১৯, সোমবার, ৪:২০
ভোটার ৫৩৬০ জন, ৫ ঘণ্টায় আসেননি একজনও
অনলাইন
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে | ১৮ মার্চ ২০১৯, সোমবার, ২:৩১ | সর্বশেষ আপডেট: ৪:২১
উপজেলা নির্বাচনে অধিকাংশ কেন্দ্রেই ভোটারশূন্য
প্রকাশের সময় : মার্চ ১৮, ২০১৯, ১২:৪২ অপরাহ্ণ
১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
আসামিহাজির বলেছেন: ধন্যবাদ ভাই বাংলা টাইপ জানিনা আকার একার এর ভুল নিজগুনে ক্ষমা করবেন
২| ১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
ব্লগার_প্রান্ত বলেছেন: আরে মিয়া বানাম বুল বেপার না,
শিরোনামে মজা পেয়েছি
৩| ১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
মৃত্যু হবে একদিন বলেছেন: হাহাহা আমার এলাকাই ও একই অবস্থ্যা ভাই
৪| ১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
জাতির পিতা ভোটের ফলে
পেয়েছিল মসনদ
পাকিরা করলো টালবাহানা
চালায় যুদ্ধ রথ!
ভোট কি কেবলই ভোট
ব্যালটে আঁকা
আম জনতার মর্যবান
মতামত।
ভোটের অধিকার রক্ষা করতে
হলাম স্বাধীন শেষে
চল্লিশে এসে চেতনার কলে পুরা
জাতি গেলো ফেসে!
ভোট চুরির অপরাধে
ছিল বিএনপির বদনাম
রাতের বেলা ভোট ডাকাতি!
হবে কি পরিণাম?
৫| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৫
রাকিব আর পি এম সি বলেছেন: অামাদের শহরের একটি কেন্দ্রে সারাদিনে মোট ভোট পড়েছে ৭টি। অামার অাঙ্কেল-অান্টি যথাক্রমে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। তারা বাসায় ফিরে এসে এই তথ্য জানালেন। অাব্বু কট্টর লীগপন্থী। এই নিউজটা শুনে বললো অাসলে এগুলো নিবার্চন নিয়ে মানুষের মাঝে অাগ্রহ কম! অামি অার অাম্মু মুচকি হেসে চুপ থাকলাম, মনে মনে ভাবলাম একসময় কমিশনার নির্বাচনের ভোটেও ২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতাম! সেই দিনগুলো অাজ শুধুই অতীত..
৬| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: ভোটের উপর থেকে মানুষের বিশ্বাস আস্থা উঠে গেছে।
৭| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৩
আকতার আর হোসাইন বলেছেন: হাহা।।। মজা পাইলাম।
ভোট, এটা এখন নামমাত্র। এখন ইলেকশন নেই। ডাইরেক্ট সিলেকশন।
৮| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:১৯
মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা।
ব্লগার বিচার মানি তালগাছ আমার কোথায়?
৯| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩৫
খায়রুল আহসান বলেছেন: এই যে নির্বাচন ব্যবস্থার উপর থেকে জনগণের আস্থা ও ভক্তি একেবারে উঠে গেল, এটাকে ফিরিয়ে আনা বেশ দুরূহ এবং সময়সাপেক্ষ কাজ হবে। অথচ ভোটাধিকারের সঠিক প্রয়োগ ছাড়া গণতান্ত্রিক আচরণের এবং মানদন্ড যাচাইএর সভ্য পন্থা আর কী হতে পারে, তাও জানা নেই!
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
ব্লগার_প্রান্ত বলেছেন: দোলনায় দল খায়

ভাই, এইটা কোন দল, ছাত্রদল নাকি যুবদল