![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুষের দায়ে ওসি বদলি
ইত্তেফাক ৩০ অক্টোবর, ২০২০
ঈশ্বরের কাছে ওসি সাহেবের জন্য তদবির
হে ঈশ্বর আপনার গঞ্জের বা ঈশ্বরগঞ্জের থানাতে ঘুষ খেয়েছে বলে ওসি সাহেব বদলি হলো কিন্তু আমি সামান্য মানুষ আমার এলাকায় ওসি পুলিশের ঘুষ খাওয়া একটা নিয়মিত বেপার এই বেপারে আপনি দয়া করে কোনো পদক্ষেপ নিবেন না কারণ তাহলে বাংলাদেশের প্রায় সব থানায় ওসির বদল শুরু হয়ে যাবে। বদলি ঠেকাতে ও ভালো পোস্টিং পেতে পুলিশ দারোগার যে খরচ ঈশ্বর আপনার চেয়ে কেউ বেশি ভালো জানে না, তাই তারা তাদের রেট বাড়িয়ে দিলে আমরা বিপদে পরে যাবো । আমরা এখন দুর্নীতির সাথে মানিয়ে নিয়ে দোআ পড়ি ইন্নাল্লাহামাস সাবেরিন , সবুরে মেওয়া ফলে। হে ঈশ্বর আপনি তো জানেন গণতন্ত্রের ধারাবাহিকতা , ও বিরোধী দলের আন্দোলন দমনের জন্য উনাদের অবদান অসীম । সামনে নির্বাচন এখন পুলিশের অনেক কাজ করতে হবে , হামলা মামলা সুষ্ঠ ভোটের ব্যবস্থা করে মাশাল্লাহ তাদের অনেক দায়িত্ব ও দক্ষতা । আপনি তো জানেন উনারা ওসি প্রদীপ বা সিলেটে রায়হানের ঘটনায় কত দক্ষ। আপনি উনাদের কোনো শাস্তি দিবেন না আজরাইল আলাইহিস সালামের কাজের চাপ কমিয়ে উনারা আমাদের সাহায্য করছেন। আমরা বাংলাদেশিরা উনাদের আজরাইলের বিকল্প হিসেবে ভয় ও সমীহ করি । আপনি উনাদের ঘুষ বাণিজ্যে কোনো আঘাত করবেন না প্লিজ এতে টাকার চাহিদার পরিমান বেড়ে গেলে আমাদের ঘাড়েই সেটা পড়বে, মাবুদ আপনি উনাদের ক্ষেপিয়ে দিয়ে আমাদের আবার ৭০ হাজার গায়েবি মামলায় জড়াবেন না। উনাদের সকল অপকর্ম ক্ষমা করে দেয়ার জন্য আপনার কাছে আমি বাংলাদেশের অসহায় মানুষদের পক্ষ থেকে আকুল আবেদন করিতেছি । হে মাবুদ আপনি চিন্তা করুন কত মিথ্যা মামলা দিয়ে উনারা উকিলদেড় জীবিকার ব্যবস্থা করছেন উনাদের বাড়িঘর দেখলে উন্নয়নের প্রমান পাওয়া যায়। মাবুদ এই মহান পেশার মানুষদের আপনার আজরাইলের কাজের চাপ কমানোর কাজে ব্যাবহার করে তো আপনারই উপকার হচ্চে । তাই তাদের ভালো পোস্টিং ও টুপাইসের ব্যবস্থা বহাল রাখুন। ( বিদ্রঃ আর আপনি ভুলেও বাংলাদেশে আসবেন না তাহলে হায়াৎ মউতের ক্ষমতার মত আপনার সকল ক্ষমতা উনারা নিয়ে নিতে পারেন )
২| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:০১
মরুর ধুলি বলেছেন: নেই কাজ তো খই ভাজ টাইপের লেখা হয়ে গেল। যাচ্ছেতাই ধরণের।
০৯ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৬
আসামিহাজির বলেছেন: ভাই ব্যাঙ্গ করে লেখা যেটাকে satire বলে অর্থাৎ the use of humour, irony, exaggeration, or ridicule to expose and criticize people's stupidity or vices। আপনি না বুঝে যে মন্তব্য করেছেন তার জন্য ধন্যবাদ । আপনার পুলিশে আত্মীয় থাকলে কষ্ট পাওয়ার কথা । আপনি লিখেন আপনার লেখা থেকে আমরা দেখি কিছু শিখতে পারি কিনা । দুলাইন মন্তব্য করা কোনো বেপার না পুলিশ সম্পর্কের দশ লাইন উচিত কথা লেখার দুঃসাহস কি আপনার আছে । থাকলে লিখে দেখান ।
৩| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীব নুর বলেছেন: দম বন্ধ হয়ে আসে আমার।
আপনিও তো এক জন গর্বিত ঘুষদাতা।
৪| ০৯ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অসহায় জাতি মরিছে ডুবিয়া জানেনা সন্তরন
কান্ডারী আজি দেখিবো তোমার মাতৃমুক্তিপণ!
কোথাও কেউ নেই
অন্ধকারের মাৎসানায়ে হাতড়ে হাতড়ে পথ চলা
অন্ধ চোখে বন্ধ মূখে জেনেও সব যায়না বলা!
ঈশ্বর তুমি করুনার সাথে প্রার্থনার দিকে সদয় দৃষ্টি দাও !!
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১:৫৪
রাজীব নুর বলেছেন: দম বন্ধ হয়ে আসে আমার।