নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা লিখি তাহা ভুল করে লিখি যাহা লিখিতে চাই তাহা পারিনা ।সংশয়ে কলম সদা দোলেপাছে লেখা বিপদে ফেলে

আসামিহাজির

আসামিহাজির › বিস্তারিত পোস্টঃ

পুরুষ নির্যাতন ও সংসারের ঝামেলায় কি করবেন ?

১০ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৫

পুরুষ নির্যাতন ও সংসারের ঝামেলায় কি করবেন ?

একটি বেসরকারি পরিসংখ্যানে ভয়ঙ্কর এক সত্য বের হয়ে এসেছে সেটা হলো একশোজনের মধ্যে সত্তর জন পুরুষ মানুষ তাদের বৌয়ের দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত। বাংলা দেশে নারীনির্যাতন আইন আছে প্রয়োগ ও আছে কিন্তু পুরুষ নির্যাতন আইনের তেমন উল্লেখ বা প্রয়োগ নেই । মানসম্মানের ভয়ে অনেকেই এবেপারে মুখ খুলতে চান না । নারীদের মানসিক অত্যাচারের অন্যতম হাতিয়ার হিসাবে পুরুষের যৌন অক্ষমতা কে দায়ী করে ফলে পুরুষ তখন অসহায় হিসেবে লজ্জায় কাউকে কিছু বলতে চায় না । সন্তানদের নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল , মা বা বৃদ্ধা পিতার প্রতি বৌ এর অবহেলায় পুরুষের মনে কষ্ট দেয়, কিন্তু পরিবেশ ও পরিস্থিতি র কারণে অনেকেই সেটা বন্ধ করতে পারেন না , করতে গেলে সংসার টিকবে না এইভয়ে। ফেসবুক এসে মেয়েদের বন্ধু খোঁজার সুযোগ করে দিয়েছে বেড়েছে পরকীয়ার সংখ্যা । কিছু পুরুষ ও নারী আবেগের কারণে এই ফাঁদে পা দিয়ে একুল অকুল দুকূল হারাচ্ছেন ।
মেয়েদের প্রতিও যে সব পুরুষ ভালো আচরণ করেন সেটা কিন্তু না । অনেকেই ঘরের বিয়া করা বৌ এর চেয়ে অন্য মেয়েদের প্রতি বেশি ঝুকে পড়েন ফলে অশান্তি বাড়ে বৈ কমে না। অনেক মেয়েই প্রেমের অভিনয় করে আর্থিক লাভ করে যেটা পত্রিকাতে আমরা প্রায়ই দেখি ।
তাহলে এই সমস্যার কি পরিত্রান নেই ? আসলে আমাদের যৌথ পরিবারের সংস্কৃতিতে কিছু সমস্যা চাইলেই সমাধান করা যায় না । এইসমস্ত ক্ষেত্রে যদি সমস্যা একদমই সমাধান এর মত না হয় সেক্ষেত্রে বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেয়া উচিত । কোনো অবস্থায় মারধর বা রাগের মাথায় তালাক দেয়ার মত সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না । উভয়ের মধ্যে আলোচনা করে সমাধান বের করতে পারলে সবচেয়ে ভালো কারণ আইন ও প্রশাসন সাধারণত নারীদের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকে আর আপনি বৌ এর দোষ মনে করে কোনো ভুল সিদ্ধান্ত নিলে যেমন মারধর বা তালাক দিলে আপনার শাস্তি জেল জরিমানা পর্যন্ত গড়াতে পারে । সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হওয়ার জন্য মা বাবার বিচ্ছেদ গভীর প্রভাব ফেলে তাই সন্তানের দিকে তাকিয়ে ও তাদের কথা বিবেচনা করে যতটুকু সম্ভব সংঘাত এড়িয়ে চলায় হবে বুদ্ধিমানের কাজ । এমনকি তাদের সামনে চেষ্টা করবেন ঝগড়া বা তর্ক এড়িয়ে চলতে। আর বৌ থাকতে পরনারীতে সুখ খোঁজা মানেই আপনি নিজের নিশ্চিত বিপদ ডেকে আনছেন ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: শুধু স্বামী স্ত্রীর হাতে না, আবার স্ত্রীও স্বামীর হাতে নির্যাতন হচ্ছে। নানান পদের মানুষ নানান ভাবে নির্যাতিত হচ্ছে। ঘরে বাইরে অফিস আদালতে।

২| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ২:৫৬

অনল চৌধুরী বলেছেন: এই জরীপ বলছে,একশোজনের মধ্যে সত্তর জন পুরুষ মানুষ তাদের বৌয়ের দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত।
আরেক জরীপ বলে , ৮৭% নারী জামাইয়ের পিটানি খায়।
তাহলে সত্য কোনটা?
দুই পক্ষই মারামারি করে।
কেউই সাধু না।

৩| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

এমেরিকা বলেছেন: সত্য হল উপরের ছবি দুটি। জামাইয়ের সুযোগ আছে বৌয়ের মুগুরের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার। কিন্তু ঘরের বউয়ের পক্ষে কোনভাবেই সম্ভব না স্বামীর মাইরের হাত থেকে বাঁচার। কি অসহায় তারা!

স্বামীর অক্ষমতা নিয়ে কোন বৌ যদি প্রশ্ন তোলে, স্বামীর পূর্ণ অধিকার আছে বলবোনা, তার অবশ্যই উচিত হবে স্ত্রীকে তার পাওনা বুঝিয়ে দিয়ে দ্রুত বিদায় করা। ইব্রাহীম (আ) এর পুত্র নবী ইসমাইল তাই করেছিলেন। তাতে কারো প্রতি কোন অন্যায় হবেনা - বরং দুই পক্ষেরই লাভ হবে। যে স্বামী স্ত্রীর লাথি গুতা খেয়ে মিন্মিন করে সংসার করে যায়, তার উচিত কচু গাছে গলায় দড়ি দেয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.