নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা লিখি তাহা ভুল করে লিখি যাহা লিখিতে চাই তাহা পারিনা ।সংশয়ে কলম সদা দোলেপাছে লেখা বিপদে ফেলে

আসামিহাজির

আসামিহাজির › বিস্তারিত পোস্টঃ

জীবন্ত লাশ

১৬ ই জুন, ২০২১ দুপুর ২:৫৮

জীবন্ত লাশ
লিখেছেন আসামি হাজির

কথা বললেই মারধর খাবে
হারাম হবে ঘুম
কথা বললেই মামলা খাবে
বড় নেতা হলে গুম
কথা বললেই ডিজিনা আইনে
হয়ে যাবে মামলা
কথা বললেই সবার সামনে
বাড়িতেই হামলা
কথা বললেও রেকর্ড হচ্ছে
তোমার মোবাইল
কথা বলা মানে,জেনেশুনে তুমি
মৌচাকে মারো ঢিল
ভালো যদি চাও বোবা হয়ে যাও
বন্ধ করো চোখ
জীবন্ত লাশ , নড়াচড়া নেই
যেখানে যা খুশি হউক।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৩:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বাস্তবমুখি

২| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৩:২১

রানার ব্লগ বলেছেন: কি কথা ?

কোন কথা ?

কোন ভাষায় ??


৩| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৩:২৮

আসামিহাজির বলেছেন: রানার ( দৌড়ানো বা রানা প্লাজার মালিক ) এর ব্লগের সম্মানিত মালিক কে বলছি সেই কথা যে কথা মনের কথা যে কথা গণতান্ত্রের আর স্বাধীনতার মূলমন্ত্র। কোন ভাষায় আপনি কথা বলেনা সেই ভাষা

৪| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৩:৫৭

মাকার মাহিতা বলেছেন: জেনে শুনে সব, থেকো তুমি চুপচাপ
বুকের কথা সব দাও এখনই ধাঁমাচাপ,
সুাপরাধ করলেও না পাবে তুমি মাপ
এটাই হবে জীবনের বড় অভিশাপ।


৫| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৪:০৬

রানার ব্লগ বলেছেন: আচ্ছা !!! নমুনা শুনি একটা !!!!

৬| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৪:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্য কথন ভালো লাগলো

৭| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৪:২০

মাকার মাহিতা বলেছেন: .......................................
ওরে তোরা কে রে ঘাপটি মেরে থাকিস?
উন্নয়নের দোহাই দিয়ে নিজের পকেট ভরিস।
জনভোগান্তি চরমে এনে নিজের ফায়দা লুটিস,
ওরে তোরা কে রে ঠুসঠাস কে পুঁজি করিস?

৮| ১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৪

বিবাগী শাকিল বলেছেন: সমসাময়িক ইস্যুগুলো এই কবিতায় আছে। বাস্তবতার কবিতা এটা। ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.