![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার তাতে কি আসে যায় ?
শুকনো নদী পদ্মা সেতু
স্যাটেলাইট ধুমকেতু
ব্যাংকে রিজার্ভ যায় বেড়ে যায়
আমার তাতে কি আসে যায় ?
ভোটের আগে জোটের খেলা
নাচে গানে জমে মেলা
কেউবা আবার দল ছেড়ে যায়
আমার তাতে কি আসে যায় ?
দেশ বিদেশে টাকা পাচার
টক মিষ্টি কথার আঁচার
সংসদে টেবিল থাবায়
আমার তাতে কি আসে যায়?
ক্লাব মানে মদের আসর
নায়িকাদের শখের বাসর
কেঁচো খুঁড়তে , স্যাপ বাড়ায়
আমার তাতে কি আসে যায় ?
উন্নয়নের ঢেউ এসে ভাই
কোটি টাকার গাড়ি হাকায়
আমার তাতে কি আসে যায়
আমি তো সেই বাসের ঠেলায়
চাকরি করি থাকি ঢাকায়
টেনেটুনে দিন কেটে যায়
কেউ যদি ভাই বগল বাজায়
আমার তাতে কি আসে যায় ?
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০২১ রাত ১০:২২
জটিল ভাই বলেছেন:
আপনার আর কি আসবে যাবে?
এতে আপনার কি বা হবে?
আপনিতো আসামি হাজির।
জেলে পাঠানোর দায়িত্ব কাজির।
সেথায় নিশ্চিন্তে খান রুটি,
দিব্যি দিনরাত যায় কাটি