নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Someone, who wanted to become so many things, ended being nothing, that raise the question, in innerself, was the goal becomnig \"Nothing\"!

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

সরি

২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৫

একটু অবাক হবার কথা
তা হইনি.........

ফুল আসল
চিঠি চালাচালি অপছন্দ করি
তাই ও স্বশরীরে আসলো
আমার নিকট ধরা দিল
আমার উত্তর ছিল, "সরি"।

ভালোবাসার গভীরতা মেপে তল পেলাম না
আমার খুতখুতে স্বভাব
স্বভাবদোষেই খাদ খুজলাম
তা ও পেলাম না
আমার কথা ছিল, "সরি"।

পরীক্ষা নিলাম
পাশ করল
সকল পরীক্ষায়
ও শতভাগ সফল
তারপরে ও বললাম, "সরি"।

ও পিছু হটে নি
আমি অজুহাত প্রদর্শন করলাম
ধোপে টিকল না
এই প্রথম কারো যুক্তি তর্কে হারলাম
অবশেষে বললাম, "সরি"।

ও শুধু বলছে, আমি শুনছি
ওর হৃদয়ের হাহাকার
যাতনা, অন্যায়, অপমান
সবই আমার চোখে দেখা
সবই আমার দেয়া
অতঃপর ............... "সরি"।

বললাম,
কলংক রটবে যে তোমার
সে কলংক হবে আমার গলার হার
তুমি যে হারাবে সব
তার থেকে ও বেশী পাব যে
সুখ সে তো আসবে না
দুঃখ যে আমার সাধনা
এতকথার পরে ও বললাম, "সরি"।


৩০/০৬/০৭ খ্রিঃ
রাত ১২.০০ টা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: বাঙ্গালী শুধু সত্যি বলতে শিখেছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫

মৌন পাঠক বলেছেন: সত্যের খোলসে মিথ্যা ঠাসা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.