নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তবিহীন পথ চলাই জীবন

মোঃ আশিকুর রহমান চৌধুরী

আমি কোন সাধারন মানুষ না,অতি সাধারন একজন

মোঃ আশিকুর রহমান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ছেলে বনাম মেয়ে

০৩ রা জুন, ২০১৫ সকাল ১১:২৭

একটা মেয়ে যখন হাজারটা ছেলের
সাথে
friendship করে তখন মেয়েটা
friendly,
আর
একটা ছেলে যখন মেয়েদের সাথে
friendship করে তখন ছেলেটা
হয়
লুইচ্ছা
,প্লে
বয় ..
.
একটা মেয়ে যখন বাসের ধাক্কায়
ছেলের গায়ে পড়ে তখন it's
ok..আর
ছেলেটা
যদি মেয়ের গায়ে পড়ে তবে
নিশ্চয়ই বদ
মতলব আছে ।
.
একটা ছেলে যখন চুপচাপ থাকে
তখন
সে
বোকা,আর মেয়ে চুপচাপ থাকলে
ভদ্র ।
.
একটা ছেলে যখন কাঁদে তখন সে
half
ladies,
আর মেয়ে যখন কাঁদে তখন সে
emotional..
.
একটা ছেলে যখন কোনো মেয়ের
স্বপ্ন ভেঙে তাকে ছেড়ে চলে
যায় তখন সে
লম্পট,আর মেয়েটা বাবা
মায়ের কথা ভেবে যখন ছেলেটার
স্বপ্ন ভেঙে ছেলেটার জীবন নস্ট
করে অন্য কাউকে বিয়ে করে সে
তখন বাবা
মায়ের অনুগত সন্তান।
.
একটা মেয়ের পিছে ঘুরলে
ছেলেরা
এমনই....আর মেয়েটা যখন ইশারায়
প্রেমের
ফাদ পাতে তখন বুক ফাটে তো মুখ
ফোটে
না....
.
ছেলেরা মেয়েদের হয়ে কথা
বললে
নিশ্চয়ই লাইন মারার তালে
আছে,আর
মেয়েরা কথা বললে জনদরদী....
.
এগুলো কোনো ক্ষোভ বা কাউকে
পচানোর জন্য লেখা নয়,কিছু
নির্মম
বাস্তবতার আলোকে লেখা ,যে
বাস্তবতা
আমাদের আধুনিক
সমাজেরই চিত্র....সো কোন
আপু
আমার উপর
মাইন্ড খাইলেও আমার কিছু করার
নাই যাহা
সত্য তাহাই বলিলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.