![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা দিবসের উৎপত্তি বিদেশিদের থেকে
আর আমাদের দেশে পালন হয় এই দিনটি.
কেন আমাদের দেশে পালন হবে?
আমাদের দেশ হলো ভদ্রতার দেশ
এদেশে আমরা মা বাবা ভাই বোন একে
অপরকে যথাযথ সম্মান দিয়ে চলাফেরা করি.
আমাদের দেশে বিদেশী সংস্কৃতি দিয়ে
ভরপুর যা আমাদের যুব সমাজ ধ্বংসের
প্রধান কারণ.
কিস ডে, হাগ ডে, প্রমিস ডে, চকোলেট ডে
আরো ফালতু কত দিবস.
আচ্ছা ভালোবাসতে কি যথাযথ দিন লাগে?
আর বছরের ৩৬৪ দিন কি ভালোবাসতে সমস্যা হয়?
আর প্রমিস করতে কি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়?
আর সারাবছরই প্রমিস কেউ প্রমিস করেনা?
এই সকল চিন্তাচেতনা আমাদের সমাজকে
কুড়িয়ে কুড়িয়ে শেষ করে দিবে যার বাহক হলো
যুব সমাজ.
আমাদের এইসকল মনোভাব বিতাড়িত করতে হবে.
একবার ভাবুন তো আপনি একটি ছেলে / মেয়ে হয়ে
অন্য কারও সাথে মজা করছেন, একবার ভেবেছেন
আপনার ঘরের ছোট ভাব বোন কি করছে?
তারা কি অবস্থায় আজকের সময় টা কাটাচ্ছে.
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০১
বিজন রয় বলেছেন: ?
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
আমিজমিদার বলেছেন: হ হ। ঘিন্না ছড়ান।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৯
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: ফালতু কথা। সবচে ফালতু কথাটি হচ্ছে আমাদের দেশ ভদ্রতার দেশ। বাঙালি ভদ্রতা বলে যে কিছু আছে তা শিখেছে ইংরেজদের দেখে। এতো দেশ দেশ করছেন, বিদেশিদের উপকার, উপাদান ছাড়া টিকে দেখান? আর "দিবস" সম্পর্কেও আপনার ধারণা শুকনো। আপনি সম্ভবত গতিশীলতায় বিশ্বাসী নন।