![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
Paint:jashimashim
জসীম অসীম:
শেষ পর্যন্ত দেশে নিষিদ্ধ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটও নকল হচ্ছে এখন। এক শ্রেণীর মাদকসেবীদের কাছে ইয়াবার ব্যাপক চাহিদার সুযোগে মাদক ব্যবসায়ীরা নকল ইয়াবা তৈরি এবং বিক্রি শুরু করেছে। ভেজাল কেমিক্যাল ও কাঁচামাল দিয়ে নকল ইয়াবা ট্যাবলেট তৈরি করে তা কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায়ও পাইকারি ও খুচরা বিক্রি করা হচ্ছে বলে একটি সূত্র থেকে জানা গেছে। আসল ইয়াবার মতো দেখতে এবং একই রকম গন্ধযুক্ত হওয়ায় খুব সহজেই এগুলো আসল ইয়াবা বলে মাদকসেবীদের কাছে বিক্রি করে হাজার হাজার টাকার রমরমা বাণিজ্য করে আসছে একটি চক্র। এ চক্রের সদস্যরা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে শত শত পিস ভেজাল ইয়াবা ট্যাবলেট কুমিল্লা থেকে জেলার বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী অন্যান্য জেলাতেও সরবরাহ করে। তবে নিষিদ্ধ যৌন উত্তেজক নকল ইয়াবা ট্যাবলেট কুমিল্লায় ঠিক কোথা থেকে আসছে , তা জানা যায়নি।
২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:১০
জসীম অসীম বলেছেন: মুনাফার পালে হাওয়া দিয়ে নকল মিলিয়ে গেছে যেন রোমান্টিক ইমেজে ...সর্বত্র ।
২| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:১২
শিশির খান ১৪ বলেছেন: আগে থেকেই ভেজাল ইয়াবা দিয়া বাজার সয়লাব এ আর নতুন কি সব দোশ B.S.T .I এর
২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:১১
জসীম অসীম বলেছেন: লাভের লোভে নকলের সব স্বপ্ন নিয়ে পরীক্ষা চলছে এখন। তাই সবকিছুরই নকলরূপ এখন তুঙ্গে ...নকল এখন গুটিয়ে নেয়না নিজেকে। সাহস করে সামনে দাঁড়ায়। কী বাণিজ্যিক সময়। নকলেরও নকল হয় এখন।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৯
হু-কেয়ারস বলেছেন: আসল ইয়াবা চাই !!!!