![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
তোমার সঙ্গ ছাড়া জীবন কাঁটায় উঠে ভরে
তুমি ছাড়া স^প্ন সফল হবে কেমন করে
আমার হাতে আজ পর্যন্ত রাখোনি হায় হাত
তাইতো আমার দিনগুলো আজ দুভোর্গময় রাত
গ্যালিলিও সূর্য নিয়ে বসে ছিল যেমন
তোমায় নিয়ে কেবল আমার গবেষণা তেমন
বুকে আমার দুঃখের লাভা বুকে আমার ক্ষত
বুকে দুঃখ গাঁথা আছে-
পাহাড়ী সব নদীর বুকের পাথরগুলোর মতো
পাহাড় খুঁড়ে বের করেছি স্নিগ্ধ পরম ধন
সে ধন তোমার হƒদয় শুধু শুধুই তোমার মন
তুমি দিনের সূর্য আমার তুমি রাতের চাঁদ
কেমন করে দেব তোমায় জীবন থেকে বাদ
তুমি দেবী তোমার কাছেই আমার পূজা আজ
তোমাকে ফুল দেয়াই হলো আমার কাজের কাজ
সেপ্টেম্বর, ১৯৯৪, গয়ামবাগিচা রোড, পশ্চিম চানপুর, কুমিল্লা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২২
জসীম অসীম বলেছেন: ধুতুরা-নাগকেশর ফুল-মাছরাঙা-ধনেশ-ডাহুক পাখি আর ডিঙ্গি নৌকায় ভরা এ দেশটা আমার কাছে তখন এক নিকুঞ্জের মতোই মনে হতো । তাই এমন লিখতে পেরেছিলাম। মতামত ভালো লাগলো। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০২
আলম দীপ্র বলেছেন: সুন্দর । প্রথম ভালোলাগা ।