![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
কুমিল্লা টাউন হল মাঠে গত বছরের নভেম্বরে ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভায় ভাষণ দিতে ঢাকা থেকে আসবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সে উপলে কুমিল্লা জেলা বিএনপির নেতা-কর্মীরা ফেস্টুনে-প্রচারপত্রে, অভিনন্দন বোর্ডে নগরীর মোড়ে মোড়ে গড়ে তোলে ছবিসহ আত্মপ্রচারের বিশাল সমারোহ। আর এ সুযোগ নেয় পুলিশ। অনেকদিন থেকে বিভিন্ন অভিযোগে জেলা বিএনপির যেসব কর্মী প্রায় লাপাত্তা ছিলো, তখন তাদের অবস্থান এবং নাম-ঠিকানা-ছবি-দলে পদপদবীসহ আরও তথ্য খুব সহজেই পুলিশ ছবিসহ এ আত্মপ্রচার ও অভিনন্দনবোর্ডের মাধ্যমে জেনে নেয়।
তারপর জেলা বিএনপির নেতাকর্মীদের পাকড়াও করা পুলিশের জন্য আরও সহজ হয়ে যায়। একেই বলে খাল কেটে কুমির আনা আর বিজ্ঞাপন দিয়ে পুলিশের পরিশ্রম কমিয়ে দেওয়া। উল্লেখ্য যে ওই জনসভার সহস্রাধিক তোরণ, লাধিক পোস্টার, হাজার হাজার ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ভরপুর ছিল জেলার নেতাকর্মীদের পদপদবী ও ছবি।
©somewhere in net ltd.