![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
আলোকচিত্র: জসীম অসীম: 1996
ঈশ্বরপাঠশালায় জসীম অসীমের
৩ দিনের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসবে বিকল্প চলচ্চিত্র নিয়ে অধ্যয়ন বিষয়ক সংগঠন ‘দি সিনেমা’ কুমিল্লা ঈশ্বর পাঠশালায় আয়োজন করে আলোকচিত্রী জসীম অসীমের ৩ দিনব্যাপী একটি একক আলোকচিত্র প্রদর্শনী। ‘ম্যাজিক অব ফটোগ্রাফি’- শীর্ষক এ প্রদর্শনী উদ্বোধন করেন এফপিএবি কুমিল্লার সভাপতি নারীনেত্রী পাপড়ি বসু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুঃস্থ মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লার সাধারণ সম্পাদক দিলনাশিঁ মোহসেন, কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান ‘নিট’ কুমিল্লার প্রশিক্ষক মিনাক্ষী বসু, বেসরকারি সংস্থা ‘পেজার্ড’ এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ হাসনে আরা মিনা, উদীচী শিল্পী গোষ্ঠী কুমিল্লার সভাপতি শফিকুল ইসলাম শিকদার।
প্রদর্শনী পরিদর্শন করেন সোনালী ব্যাংক কর্মকর্তা শিলা দাশগুপ্তা, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপিকা নমিতা সাহা।
প্রদর্শনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘সাপ্তাহিক মুক্তির লড়াই’ পত্রিকার সহ-সম্পাদক তাহমিদুর রহমান দিদার, ‘সাপ্তাহিক কুমিল্লা দর্পণ’ পত্রিকার ‘বার্তা সম্পাদক’ ও ‘দৈনিক আজকের কাগজ’ পত্রিকার উত্তর জেলা প্রতিনিধি জামাল উদ্দিন দামাল, হোমিওপ্যাথ ডাঃ দীনেশ ভট্টাচার্য, প্রভাষক বাচ্চু বকাউল, প্রভাষক এম. এইচ মনির, এডভোকেট অশোক কুমার দেব জয়, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক সুশান্ত বিশ্বাস, নাট্যশিল্পী গৌরী দে, সংস্কৃতি কর্মী অনামিকা দেব, শিল্পী চক্রবর্তী, মিতালী বসু প্রমুখ।
১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলা এ প্রদর্শনীতে জসীম অসীমের পরীক্ষানির্ভর অনেক আলোকচিত্রই স্থান পায়। দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা শহরের ঈশ্বর পাঠশালায় শত সহস্র দর্শকের পদচারণায় এ প্রদর্শনী অঙ্গন ছিলো অত্যন্ত প্রাণবন্ত ও উৎসব মুখর।
=======
প্রথম প্রকাশ:
২৩ অক্টোবর, ২০০৫
সাপ্তাহিক কুমিল্লা দর্পণ, কুমিল্লা।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৭
ল বলেছেন: বহুত পুরাতন ফডোগাফার দেহি আন নে -- ★★★
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৬
সনেট কবি বলেছেন: আপনার জন্য শুভ কামনা।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০০
রাজীব নুর বলেছেন: এখন কি ফোটোগ্রাফী ছেড়ে দিয়েছেন?
আপনার কি ফ্লিকারে কোনো একাউন্ট আছে?
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
নজসু বলেছেন: আপনার ছবিটা সত্যি মন কেড়ে নিলো।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
নজসু বলেছেন: আপনার ছবিটা সত্যি মন কেড়ে নিলো।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩২
চাঙ্কু বলেছেন: আপনি দেখি প্রফেশনালি ফডু তোলেন!