![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
একদিন আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের
দক্ষিণ চব্বিশ পরগণা জেলার
কাঁটাবেনিয়া গ্রাম ধরে যেতে যেতে
ওই গ্রামেরই বিশালাক্ষী মন্দিরের
অলঙ্কৃত দ্বারস্তম্ভ দেখতে দেখতে
এবং গিরীন্দ্রমোহিনী দাসীর কবিতা আবৃত্তি করতে করতে
এমনকি ফুটফুটে জোছনায় ধবধবে তোমার মুখের সঙ্গে
দ্রৌপদীর মুখের কোনো যোগসূত্র ছিলো কী না
তা ভাবতে ভাবতে
শেষ অবধি ট্রয় কাহিনীর হেলেনের মতো
তোমাকে হরণের চেষ্টার চিন্তা করতে করতে
সহসা এক খরস্রোতা নদীতে পড়ে যাবো
হয়তো সেটাই হবে আমার মহাপ্রস্থানের পথ।
©somewhere in net ltd.