নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীরু..।

আলোকিত অন্ধকার

আলোকিত অন্ধকার › বিস্তারিত পোস্টঃ

তোকে ঘিরে চার পঙক্তি >>>

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৮



তোকে ঘিরেই বেড়ে ঊঠে আমার চারপাশ
তোর মাঝেই ডুব দেয়, জীবনের ছাইপাঁশ।
তুই যদি হেসে উঠিস, পাখিরা গায় গান
তোর চোখে জল আসলে, উতলা হয় প্রাণ

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩

বিজন রয় বলেছেন: ও বেশ লেগেছে।
তো তুইটাকে শুভেচ্ছা।

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬

আলোকিত অন্ধকার বলেছেন: কৃতজ্ঞচিত্তে শুভেচ্ছা গৃহীত বিজন দা..।

২| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৪

বিজন রয় বলেছেন: অাপনি বোধহয় কারো ব্লগে খুব একটা মন্তব্য করেন না।

তাই কি?

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১

আলোকিত অন্ধকার বলেছেন: দাদা, "বাংলা কবিতা" নামের একটা ব্লগ এ অতিরিক্ত মন্তব্য করার কারণে কিছু সহ-ব্লগার দের কাছ থেকে কিছু বিরুপ মন্তব্য পেয়েছিলাম। এ কারণে মন্তব্য কম করার চেষ্টা করি। তবে একেবারে করিনা, তা নয়। খুব ভালো লাগলে বা মূল্যবোধকে খুব জোরে ঝাঁকি দিলে করি।

৩| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৩

বিজন রয় বলেছেন: আশাকরি আমার কথায় আঘাত পাননি। আসলে আমি চাই মানুষের সাথে মানুষের ইন্টারএ্যক্ট বেশি বেশি হোক।

আমাকেও এখানে অনেকে অনেক কিছু বলেন, আমি বেশি বেশি মন্তব্য করি বলে। এটা আসলে তাদের অক্ষমতা। তাতে আমার কিছু এসে যায় না। আমার কাজ আমি করি।

ধন্যবাদ, শুভকামনা।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ২:১৫

আলোকিত অন্ধকার বলেছেন: দাদা, আঘাত পাওয়ার তো প্রশ্নই আসেনা। বরং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মনখোলা মন্তব্যের জন্য। এখন থেকে আপনার লেখায় আমি মন্তব্য করতে পারব নিঃসঙ্কোচে। আবারও অসংখ্য ধন্যবাদ।

৪| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখা ভালো হৈসে; ছবিটাও ঝাক্কাস! তয় এতো ছোট ক্যানো?
বিজনদাও আপনার পাপে পাপিষ্ঠ (মাইন্ড করলেন নি?)!

০৮ ই জুলাই, ২০১৬ রাত ২:১৯

আলোকিত অন্ধকার বলেছেন: ধন্যবাদ রূপক ভাই। ছবিটা GOOGLE থেকে নেয়া। আরেকটু বড় করতে চেয়েছিলাম, কিন্তু কিছুতেই কিছু এলোনা। (মাইন্ড করার প্রশ্ন অবান্তর)

৫| ০৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

সুমন কর বলেছেন: ছোট কিন্তু সুন্দর।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ২:২২

আলোকিত অন্ধকার বলেছেন: ধন্যবাদ, সুমন ভাই...।

৬| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:২০

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ২:২১

আলোকিত অন্ধকার বলেছেন: ধন্যবাদ, সীমানা..।

৭| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৮

ক্লে ডল বলেছেন: ভালো হৈসে।

০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

আলোকিত অন্ধকার বলেছেন: ধন্যবাদ.।

৮| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৮

আরণ্যক রাখাল বলেছেন: হইচে মোটামুটি

০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

আলোকিত অন্ধকার বলেছেন: অসংখ্য ধন্যবাদ ...।

৯| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুভবের মতো যদি জীবনটা হতো ;)

০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

আলোকিত অন্ধকার বলেছেন: তাহলে হয়ত জীবনের মতো হতো অনুভব..।

১০| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩২

অপনেয় বলেছেন: দৈর্ঘের স্বল্পতা সম্বেদন-পরিপন্থী তো নয়ই শব্দের অপ্রচুরতা প্রায়শই অনুভব সম্প্রসারণে সহায়ক হয় - যেমন তিন লাইনের জাপানি হাইকু। আপনার কবিতাটি সুখপাঠ্য!

০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

আলোকিত অন্ধকার বলেছেন: অসংখ্য ধন্যবাদ...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.