![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে আজকে এক ঐতিহাসিক পোস্ট এসেছে। সেই পোস্টের কয়েকটা লাইন উপরের স্ক্রিনশট হিসাবে দেওয়া হল। উক্ত পোস্টের বক্তব্য অনুযায়ী, তার উপর যারা হামলা করেছে তার বিচার না করা হলে নাকি লালমনিরহাট থেকে ভারতের উপরে হামলা হতে পারে। এই লাইন পড়ে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না।
উক্ত ব্যক্তি যেটাকে জঙ্গী হামলা বলে চালিয়ে দিচ্ছিলেন সেটা মূলত ছাত্র জনতার মাইর ছিল। শেখ হাসিনা সরকার পালানোর পরেও তার অনেক দোষর দালাল রয়ে গেছে এই দেশে। হাসিনার আমলে চাকরি পাওয়া এই আওয়ামী দালালকে সেদিন ছাত্র জনতার কয়েকজন ধোলাই দিয়েছিলো। পুলিশ এসে তখন এটাকে উদ্ধার করে। আর এখন এই দালাল সেটাকে জঙ্গী হামলা বলে চালিয়ে দিচ্ছে। কেবল তাই নয় এটার বিচার না হলে নাকি লালমনির হাট থেকে ভারতের উপরে হামলা হবে। কী লজিক! ইনিই নাকি টিচার তাও আবার বিসিএস।
২| ০৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১১
মেঠোপথ২৩ বলেছেন: সরকারি কলেজের একজন শিক্ষক এভাবে ফেসবুকে/ব্লগে প্রকাশ্যে উস্কানিমুলক পোস্ট দেয় কিভাবে বুঝি না। সিভিল সার্ভিসের রুলস এন্ড রেগুলেশন কি বলে ? এখনতো আর লীগ ক্ষমতায় নাই। কলেজ কতৃপক্ষ করেটা কি ?
৩| ০৫ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯
কামাল১৮ বলেছেন: চিকেন নেক নিয়ে ইউনুস সহ সরকাকারের অনেকে কথা বলেছে।আমরা চাই চিকেন নেক কেটে দিতে,ভারত চায় চিকেন নেক মোটা করতে।এটা এখন আর গোপন কিছু না।দিবোলোকেপ মতো সত্য।মোদী ইউনুসকে সে কথাই বলেছেন আলাপে।আমরা ভুলে যাই ভারত বিশ্বে বৃহত শক্তির একটি।আমাদের অবস্থান কতো।চীনের সর্ব শেষ মন্তব্য ড্রাগন আর হাতী এক সাথে নৃত্য করবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩০
ভুয়া মফিজ বলেছেন: কতিপয় চিটারকে আম্লীগ বিসিএস নাটকের মাধ্যমে একটু এদিক-ওদিক করে টিচার হিসাবে নিয়োগ দিয়েছিল। এখন আম্লীগ নাই, কাজেই এরা মোদির ইয়ে চেটে কিছু একটা পাওয়ার চেষ্টা করছে। আপনার উচিত এদেরকে উৎসাহ দেয়া। তা না করে আপনি এদের নিরুৎসাহিত করছেন। এইটা দুঃখজনক। গুনীর কদর নাই বলেই এই দেশের উন্নতি হচ্ছে না।