নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা আমি

ধূসর সন্ধ্যা

ধূসর সন্ধ্যা › বিস্তারিত পোস্টঃ

আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল

২২ শে মে, ২০২৫ দুপুর ১২:২৭


বিগত ১৫ বছর ধরে আমরা এই এক প্রশ্ন দিয়েই তাদের সকল অন্যায় অবিচারকে জাস্টিফাই করে আসছে। আমরা দেশের মানুষের মাঝে এই ন্যারেটিভ সৃষ্টি করেছি আমরা যেহেতু মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছি তাই তাদের সব অন্যায় মাফ। আর বাঙ্গু সুশীলরা সেটা মেনেও নিয়েছে।

আমরা ভোট চুরি করেছি। তবে এটা বড় কিছু নয় কারণ আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল।
আমরা পরপর তিনবার অবৈধ ভাবে বিনাভোটে ক্ষমতায় বসেছি। তবে এটা বড় কোন অন্যায় নয় কারণ আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল ।
আমরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তবে এটা বড় কিছু নয় কারণ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল।
আমরা মানুষকে গুম করেছি। ক্রস ফায়ারে দিয়ে মানুষ মেরেছি তবে এটা বড়কিছু নয় কারণ আমরাই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল।
আমরা ব্যাংক লুটে খেয়েছি তবে এটা অন্যায় কিছু নয় কারণ আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল।
একটা দেশের যত ভাবে গোআ মারা যায় আমরা সব মেরেছি কিন্তু আমরাই মুক্তিদ্ধের নেতৃত্ব দানকারী দল।

এই রকম কত শত উন্নয়নের কাজ আমরা করেছি এই মুক্তিযুদ্ধ সামনে রেখে। বাঙ্গু সুশীলরা তবুও আমাদের সমর্থন দিয়ে গেছে। আমরা বাঙ্গুদের বুঝিয়েছি যে সাদেক হোসেন খোজা কোন মুক্তিযোদ্ধা নন অথচ মুক্তিযুদ্ধের সময়ে লন্ডনে থাকা কালা মানিক বড় উচ্চ মানের ব্লুটুথ মুক্তিযোদ্ধা, বাঙ্গুরা তাই মেনে নিয়েছে। তারা সাদেক হোসেন খোকাকে মুক্তিযোদ্ধা হিসাবে সম্মান করে না কিন্তু কালা মানিককে মুক্তিযোদ্ধা মনে করে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২৫ দুপুর ১২:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: কোন কালা মানিক যার আন্ডা ফেটে গেছে সেটা নাকি ? =p~

২| ২২ শে মে, ২০২৫ দুপুর ১২:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা আবার ফিরে আসব। সুদী ইউনুসকে ক্ষমতা থেকে সরাব। কারণ, আমরা মুক্তিযুদ্ধের দল...

৩| ২২ শে মে, ২০২৫ দুপুর ১:৪৬

কাঁউটাল বলেছেন: শকুনের দোয়ায় গরু মরে না।

৪| ২২ শে মে, ২০২৫ দুপুর ১:৫৬

অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: তীতে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি হত এখন ২৪ এর চেতনা বিক্রি হচ্ছে। চিত্র একই। মারা খাবে সাধারণ মানুষ।

৫| ২২ শে মে, ২০২৫ বিকাল ৩:২৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ৭১ নিয়ে অনেকের জ্বলুনি আছে। তো ২৪ এর জামায়াতিদের চেতনা কেমন লাগে? দেশের কী হাল-হকিকত?

৬| ২২ শে মে, ২০২৫ রাত ৮:০৮

পুরানমানব বলেছেন: জন্ম ভালোমতো হইলেও কর্মকান্ডের দ্বারা এরা বেজন্মাতে পরিণত হইয়াছে ,সারাজীবন বেজন্মাই থাকিবে।

৭| ২২ শে মে, ২০২৫ রাত ১০:৩৩

নিমো বলেছেন: তা ২৪ এর দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল নবীন ছত্রাক পার্টির অবস্থা কী?

৮| ২৩ শে মে, ২০২৫ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাইছেন?

৯| ২৭ শে মে, ২০২৫ দুপুর ২:০৭

অক্পটে বলেছেন: লেখাটি দারুণ হয়েছে। সত্য বলার জন্য ধন্যবাদ। আর যাদের জ্বলছে তাদেরকে জাতি চিনে নিয়েছে। জ্বলা-পোাড়াটাই এখন ওদের প্রতিদিনের সাস্তি। কোন অষুধ নাই মলম নাই শুধু জ্বলছে আর জ্বলছে। কেমনে এমন হল, এমনটা কি হওয়ার ছিল! এমন সাম্রাজ্য কিভাবে ভেঙ্গে গেল। ইশ কিভাবে সম্ভব হল। আহারে!!!

১০| ০৩ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২২

James Patton বলেছেন: What a fabulous post this has been. Never seen this kind of useful post. I am grateful to you and expect more number of posts like these. Thank you very much. https://www.aes-success.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.