![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরের এই ছবিটা দেখলে মনে হতে পারে যে একজন মমতাময়ী নারী স্বজন হারা একজন স্ত্রী/সন্তানকে সান্তনা দিচ্ছে অথচ এই ভয়ানক ছলনাময়ী নারীটি সেই মানুষকে মেরে ফেলেছে। অথচ সামনে এমন ভাব করছে যেন তার থেকে কষ্টে আর কেউ নেই। আমি নিশ্চিত ইলিয়াস পরিবার সেদিন চলে যাওয়ার পরে শেখ হাসিনা অট্ট হাসিতে ফেটে পড়েছিলেন।
জুলাইের ১৮ তারিখ পর্যন্ট পুলিশ ও আওয়ামীলীগের গুলিতে অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছিল। সেই সময় শেখ হাসিনা ছুটে গিয়েছিল মে্ট্ররেল ভাঙ্গা কাঁচ দেখতে। সেখানে গিয়ে সে কুমিরের মরা কান্না জুড়ে দিয়েছিল। একজন মানুষ কতটা নিকৃষ্ঠ হলে ২৫০ জনের মৃত্যুর শোক না করে আগে মেট্রোরেলের জন্য কান্না করতে পারে।
নেত্র নিউজের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২০২২ সালে যেখানে তারা দেখিয়েছিল কিভাবে রাষ্ট্রিয় বাহিনীর মদদে ইলিয়াস আলী গুম হয়েছিল। আগ্রহী পাঠকরা নিউজটা পড়ে দেখতে পারেন।
২| ১০ ই জুলাই, ২০২৫ সকাল ১১:০২
জুল ভার্ন বলেছেন: পোস্টের বক্তব্যের সাথে একমত।
৩| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: যত জ্বালে ব্যঞ্জন মিষ্ট তত জ্বালে ভাত নষ্ট।
৪| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৫
মেঘনা বলেছেন: বাংলাদেশের নিকৃষ্ট রাষ্ট্র প্রধানের অভাব নাই।
জিয়াউর রহমান, তার শাসনকালে তিনি পার্বত্য চট্টগ্রামে সেটেলার বসিয়েছিলেন। অর্থাৎ পাহাড়িদের জমি কেড়ে নিয়ে সমতলের বাঙালিদের বসিয়েছিলেন, ঠিক যেভাবে ইজরায়েলের ইহুদিরা প্যালেস্টাইনের ভূমি দখল করেছে। সমতলের বাঙালি এবং প্রশাসনের যৌথ সহিংস অত্যাচারে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসংখ্য মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। ভারতের অরুণাচল রাজ্যে এখন তিরিশ হাজার বাংলাদেশি চাকমাদের রিফুজি ক্যাম্প আছে।
এরশাদ, সংবিধান সংশোধন করে বাংলাদেশকে মুসলিম রাষ্ট্রে পরিণত করেন। তার এই কাজে জঙ্গি মানসিকতার মুসলমানরা হিন্দুদের উপর নির্যাতন অত্যাচারের এবং তাদের দেশ ছাড়া করার নতুন লাইসেন্স পেয়ে যায়। অথচ মুসলমান আক্রমণকারীদের আসার পূর্বের থেকেই বাংলাদেশ হিন্দু বাঙালিদের আদি পিতৃভূমি।
৫| ১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিকৃষ্ট আর শ্রেষ্ঠ বোঝার মানদণ্ড কী? কোন সরকার বা রাষ্ট্রপ্রধান সবচেয়ে ভালো ছিল আপনার ধারণা?
৬| ১১ ই জুলাই, ২০২৫ ভোর ৬:৫১
ক্লোন রাফা বলেছেন: রাজাকার আর তার আওলাদদের জন্য অবশ্যই শেখ হাসিনা যম ছিলেন। ঠিক যেমন নব্য রাজাকার আর তাদের তাঁবেদার বিএনপির সান্ডা’রা।
৭| ০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৫
ফৃেবডদ ণডপপচ বলেছেন: With your AESsuccess login, you’re set to tackle student loans like a pro https://www.aes-success.org
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০২৫ সকাল ১০:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সে ছিল প্রচন্ড মিথ্যাবাদী, বড় অভিনেত্রী, দূধর্ষ খুনী, বড় ডাকাত। আপনার বুকে ছুরি মেরে তারপর কেঁদে কেঁদে টিস্যু ভেজাবে আর বলবে আহা বিএনপি জামাত কিভাবে ছুরি মেরেছে!