| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেনারেল রাও ফরমান আলী ছিল ইন্ডিয়ান 'র'-এর একজন এজেন্ট। এই তথ্য কেউ জানতো না। তার ফ্যামিলিও জানতো না। ১৯৪১ সালে বর্ডার ক্রস করে সে ঢুকেছিল পাকিস্তান। তারপর আস্তে আস্তে আইএসআই-এর বিশ্বাস অর্জন করে হয়েছিল ডাবল এজেন্ট।
১৯৭১ সালে ডাবল এজেন্ট ফরমান আলীকে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) পাঠানো হয় বাংলাদেশীদের সাইজ করার জন্য। তারপর ডিসেম্বর মাসে তিনি একটা তালিকা করেন, যে তালিকায় সিগনেচার ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ওই তালিকা অনুযায়ী সংঘটিত হয় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। যুদ্ধশেষে ফরমান আলীকে পাকিস্তানে বীরের মর্যাদা দেওয়া হয়। ইন্ডিয়াও গোপনে তাকে 'পদ্মভূষণ' পুরস্কারে ভূষিত করে।
ফরমান আলী জীবদ্দশায় কখনো নিজের ডাবল এজেন্ট হওয়ার তথ্য স্বীকার করেননি। তবে তার নামের প্রথম অংশে তিনি বুদ্ধিমানের জন্য একটা ইশারা রেখে গিয়েছিলেন। ওই ইশারা ছিল- 'রাও'। ইন্ডিয়ার 'র' পাকিস্তানে হয়ে গেছে 'রাও'।
আজ চারপাশে যখন আওয়াজ ওঠে, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড আল বদর নয় বরং ইন্ডিয়ার ষড়যন্ত্র ছিল, তখন আমি মৌন থাকি। আমি কিছু বলতে পারি না। কারণ আমি জানি সত্যি ইতিহাস। অতিরিক্ত পড়াশোনাই কাল হয়েছে আমার। বাকি সবার মতো মূর্খ থাকলেই ভালো হতো। ইতিহাস বড়ই নাটকীয়। কখনো কখনো তা ধুরন্ধর সিনেমাকেও হার মানায়।
তথ্যসূত্র:
1. The Hidden History - Robert Shakhawat H.
2. Forman Ali: One Man Army - HG Frust Shakh
3. Truth & Punishment - K. L. Shekh Watson
4. Crying History & Mystery - JK Rawkhawat
5. Dark Cave of History - Shakhawat Jack P.
লেখা- Shakhawat Hossen
১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৩
ধূসর সন্ধ্যা বলেছেন: সারক্যাজম বোঝার ক্ষমতা অনেকের থাকে না।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫২
সৈয়দ কুতুব বলেছেন: আপনি লেখাটি পড়ে কি বুঝেছেন?