| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণত কোনো মানুষ মারা গেলে আমরা তার সমালোচনা করি না—এটি আমাদের সমাজের একটি প্রচলিত শিষ্টাচার। মৃত্যুর দিন অন্তত তার নামে নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকি। মানুষটি যত খারাপই হোন না কেন, তার প্রতি ভালো কিছু বলতে না পারলে আমরা চুপ থাকি, খারাপ কথা বলি না।
কিন্তু কিছু মানুষের মধ্যে এই সাধারণ মানবিক বোধের অভাব দেখা যায়। বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে প্রায় সবাই তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। এমনকি শেখ হাসিনা, যিনি জীবদ্দশায় খালেদা জিয়ার বিরুদ্ধে কঠোর সমালোচনা করে এসেছেন, তিনিও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এটাই শিষ্টাচারের উদাহরণ।
অথচ সেদিনই এই নরকের কিট বেগম খালেদা জিয়ার মৃত্যু দিনে তাকে অত্যন্ত অশোভন ও কুরুচিপূর্ণ পোস্ট করেছে। মৃত মানুষের প্রতি এমন আচরণ কোনো সভ্য ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর আগেও এই লোক একজন ব্লগারের মায়ের মৃত্যু নিয়ে অনুরূপ আপত্তিকর মন্তব্য করে নিষিদ্ধ হয়েছিল।
আজ দেখছি তার কয়েকজন চামচা তার ব্যান তোলা দাবি তুলেছে।
এরা কি আসলেই মানুষ? চামচামি করতে করতে এরা আর মানুষের পর্যায়ে নেই।
২|
০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩০
লুধুয়া বলেছেন: খালেদা জিয়া কি রকম মহিলা একজন মুক্তি যোদ্ধা হিসাবে চাঁদগাজী ভালোভাবে জানেন। এই মদখোর মহিলার দেশের যে ক্ষতি করে গেছেন তাতে চাঁদগাজী যে শব্দ চয়ন করেছেন টা যথার্থ মনে করি
৩|
০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: লুধুয়ার ব্যান চাই
৪|
০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩০
আমি নই বলেছেন: চাঁদগাজি এবং তার মুরিদের চাইতে মিথ্যাবাদী আর কল্পনা প্রবন ব্লগার একটাও নাই।
৫|
০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫০
কামাল১৮ বলেছেন: মৃত হোক বা জীবিত হোক, সে যা তাকে সে ভাবেই উপস্থাপন করতে হবে।মরে গেলেই সে ফেরেশতা হয়ে যায় না।
৬|
০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৭
ফক্সসেট বলেছেন: তারে নিয়ে লেখা পোস্ট করা মানেই সময় নষ্ট করা।
৭|
০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৪৫
নতুন নকিব বলেছেন:
মৃত মানুষের নামে ধারনাপ্রসূত কুৎসা রটনা জঘন্য অপরাধ। খুবই দুঃখজনক!
৮|
০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ২:০৭
আলামিন১০৪ বলেছেন: শুধু চাঁদগাজিকে ব্যান মারলেই হবে না তার অন্ধ চ্যালাদেরও ব্যান মারতে হবে। মিধ্যাচারের বিরুদ্ধে ব্লগে সবাই আওয়াজ তুলুন।
৯|
০৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: আপনারা থামেন। ব্লগ নিয়ম অনুযায়ী এডমিন ব্যবস্থা নেবেন।
১০|
০৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: যারা নিজেকে ছাগলের পর্যায়ে নামিয়ে আনে তাদের পক্ষে মৃত ব্যক্তিকে এভাবে আক্রমন করা কঠিন কিছু নয়। তাকে আজীবন ব্যান রাখা েহাক।
১১|
০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:০৩
সূচরিতা সেন বলেছেন: উনি এটা ঠিক করে নাই।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৬
মেঠোপথ২৩ বলেছেন: সত্তোরার্ধ কোণ বৃদ্ধকে কি আর সংশোধন সম্ভব? ব্য্যান এর ব্লগ রেকর্ড গড়েছে এই ব্যক্তি। আবারো নতুন নিকেই হাজির হয়ে যাবেন, এতে কোন সন্দেহ নাই। তবে তার চাইতেও আমি অধিক আগ্রহী রাজীব নুরের ব্যান দেখতে। ছদ্মনামে যারা ব্লগিং করে তাদের মিথ্যাচার, তেলবাজি তাও সহ্য করা যায়। স্বনামে ব্লগে জঘন্য মাত্রায় মিথ্যাচার করাটা ব্লগ কতৃপক্ষ কোন চোখে দেখে আমার জানা নাই। কিন্তু একজন পাঠক হিসাবে রাজীব নুরের মিথ্যাচারে পরিপুর্ন পোস্ট, কমেন্ট দেখাটা শুধু দৃষ্টিকটূই নয় অসম্ভব বিরক্তিকর।