নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা আমি

ধূসর সন্ধ্যা

ধূসর সন্ধ্যা › বিস্তারিত পোস্টঃ

আওয়ামিলিগ কোনো ভিক্টিম না

২৬ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১৭

নিশ্পাপ সাদ্দাম


সাদ্দামের মত দলদাসেরা কি বুঝবে, যে নেতার জন্য সে আজকে জেলে সেই নেতা তাকে পুছেও না? নেতা আছে মজ-মাস্তিতে। বিদেশের আরামের জীবনে সে আগে ছিল, সেখান থেকে দেশে নেতা হয়েছে আর সাদ্দাম জিবের জল ফেলতে ফেলতে তার পেছনে ঘুরেছে। সময় বদলালে নেতা চলে গেছে বিদেশ। আরাম আয়েসের জীবনে যাপন করছে। বিদেশ থেকে নেতা বলেছে, যাও মিশিলে যাও, আগুন দাও, আমি আরামে বসে বসে দেখছি। সাদ্দামরা লেজ নাড়তে নাড়তে চলে গেছে। এদিকে সাদ্দামদের ছেলে বউ না খেয়ে রয়েছে সেই খেয়াল রাখে নি কেউ। এদিকে আবার যখন সময় বদলাবে, আবার তখন কিন্তু এই নেতাই আবার বিদেশ থেকে ফিরে বসবে ক্ষমতায়। সাদ্দামরা সেই যে নেজ নাড়তো তখনও লেজই নাড়বে। তাদের বউ বাচ্চা যে মরেছে সেই কথা কোন নেতা মনেও রাখবেও না।


মানবিক আওয়ামি শাসন আমল




মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এরা এসব ভুলে গেছে। যদিও পুনরাবৃত্তি চাই না এসব অপক্ষমতার। কিন্তু এরা ঠিক হয়নি এখনো। রক্তের সাথে মিশে গেছে ্যাসিস্ট

২| ২৬ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২৭

রাজীব নুর বলেছেন: প্রতি হিংসার রাজনীতি।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৭

কিরকুট বলেছেন: তো এখন যারা নেতাদের পেছন পেছন উটকল মাছের মতো লাফাচ্ছে তারা কোথাকার জল ফেলছে ? :D

৪| ২৬ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৭

আমি নই বলেছেন: কিরকুট বলেছেন: তো এখন যারা নেতাদের পেছন পেছন উটকল মাছের মতো লাফাচ্ছে তারা কোথাকার জল ফেলছে ? :D

তারা ভবিস্যতের সাদ্দাম। লীগের ১৬ বছরে বিএনপি-জামাতের সাদ্দামরা জেলে পচেছে, নেক্সট ৫-১০ বছর লীগের সাদ্দামরা পচবে। সাদ্দামদের যতদিন হুস না ফিরসে ততদিন এটা চলতেই থাকবে।

৫| ২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখায় আওয়ামি আমলের আইন জুড়ে দিলে আরো ভালো হতো ।

৬| ২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতির নামে সমস্হ দেশটা অসুস্হ পাগলা
গারদে পরিনত হয়েছে ।

৭| ২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:১৭

কাঁউটাল বলেছেন: ২০১৫ সালে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে তুলে নেওয়ার সময় তার স্ত্রী তখন আট মাসের অন্তঃসত্তা।
আর এক মাস পরই পৃথিবীতে আসার কথা ছিল তার প্রথম সন্তানের।
জনি সেদিন, হাসিনার পুলিশের পা ধরে কান্নাজড়িড় গলায় বলেছিল,
“স্যার, আমাকে ক্রসফায়ার দিয়েন না। আমি আর কোনোদিন রাজনীতি করব না। শুধু এক মাস সময় দেন…আমার সন্তানের মুখটা একবার দেখতে চাই।”
কিন্তু সেদিন পুলিশের কৃষ্ণপদ রায় আর তার বাহিনীর মন গলেনি।
একটা মানুষকে মারতে যেখানে একটি গুলিই যথেষ্ট,
সেখানে জনির বুকে একে একে ১৮ টা গুলি করা হয়।
একজন বাবার স্বপ্ন, একটি অনাগত শিশুর অপেক্ষা, সবকিছু রক্তে ভেসে গিয়েছিল সেদিন।
সেদিন জনির অন্তঃসত্ত্বা স্ত্রীর আহাজারি আজকের সুশীলদের কানে পৌছেছিলো?

৮| ২৬ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০০

এ পথের পথিক বলেছেন:
ভবিষ্যতের সাদ্দাম তো এরাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.