নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা আমি

ধূসর সন্ধ্যা

ধূসর সন্ধ্যা › বিস্তারিত পোস্টঃ

মুনাফেক

২৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৩



দুই দুইবার যখন নারী নেতৃত্বের নিচে গিয়ে তোরা দাড়াইলি, তখন তোগো এই কথা মনে ছিল না ? শ্লা মুনাফেকের বাচ্চা!


তোগো কোন নেতা নাকি পালায় নাই।


পালায় নি?
১. গোলাম আযম
১৯৭১: মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানে পালিয়ে গেছে।

২. আলী আহসান মোহাম্মদ মুজাহিদ
১৯৭১: পাকিস্তানে অবস্থান; আলবদর বাহিনীর নেতৃত্বে সক্রিয় ভূমিকা।
১৯৭২–১৯৭৮: পাকিস্তানে পালিয়ে গেছে, পরে সৌদি আরবে পালিয়েছে।

৩. মতিউর রহমান নিজামী
১৯৭১: আলবদর বাহিনীর প্রধান সংগঠক।
১৯৭২–১৯৭৭: পাকিস্তানে পালিয়েছিল।

৪. মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী
১৯৭১–১৯৭৭: যুদ্ধ–পরবর্তী সময়ে সৌদি আরবে পালিয়েছিল।

৫. চৌধুরী মুঈনউদ্দিন
ডিসেম্বর ১৯৭১: বুদ্ধিজীবী হত্যার পরপরই দেশত্যাগ; পাকিস্তান হয়ে যুক্তরাজ্যে পালিয়ে যায়।

৬. আশরাফুজ্জামান খান
১৯৭১: বুদ্ধিজীবী হত্যার অন্যতম অভিযুক্ত।
১৯৭২: যুক্তরাষ্ট্রে পালিয়ে যায়।

৭. ঘসিয়াতুল হক মজনু
১৯৭১: আলবদর বাহিনীর সঙ্গে সম্পৃক্ত।
১৯৭২–১৯৮০: পাকিস্তানে পালিয়ে ছিল।

৮. ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী হিসেবে সক্রিয় ছিলেন।
বিচার প্রক্রিয়া চলাকালেই দেশত্যাগ করেন এবং বিদেশে পালিয়ে যায়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:২৮

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ বিএনপির ! :D

২| ৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৫৬

শিশির খান ১৪ বলেছেন: ঈদের পর আন্দোলন ! যেই দলের লোকজন সতেরো বছরে দুইটা বালুর ট্রাক সরাইতে পারে না তাদের দালালি করে কি লাভ ? ভাতের হোটেলের হারুনের ভয়ে নেতারা পার্টি অফিসে যাইতো না। যারা নিজের নেত্রীকে এতো বছরে কারা মুক্ত করতে পারে নাই তারা দেশের মানুষকে কিভাবে রক্ষা করবে ?

৩| ৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: শিশির খান ১৪ @ যারা লুংগির নিচে ছিলো তাদের কি খবর ? তলে তলে সমঝোতার বিষয়টা যদি খুলে বলতেন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.