নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আিসর৪১২

আিসর৪১২ › বিস্তারিত পোস্টঃ

আজ রাতেই কাদের মোল্লার ফাঁসি

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

মানবতাবিরোধী অপরাধের

মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত

নেতা কাদের মোল্লার ফাঁসি আজ মঙ্গলবার

রাত ১২ টার পর কার্যকর

হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র

প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। গত ৫ ডিসেম্বর প্রধান বিচারপতির

নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ

মতামতে কাদের মোল্লাকে ফাঁসির

দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের আপিল

বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর

আবদুল কাদের মোল্লাকে গাজীপুরের কাশিমপুর কারাগার-২

থেকে ঢাকা কেন্দ্রীয়

কারাগারে পাঠানো হয়। কাদের মোল্লাকে দেখতে গেল পরিবার:

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত

জামায়াতের

সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল

কাদের মোল্লার সঙ্গে দেখা করতে তার

পরিবার এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছে। এর আগে মঙ্গলবার রাত ৮টার

মধ্যে কারাগারে কাদের মোল্লার

সঙ্গে দেখা করতে তার

পরিবারকে চিঠি দেয় কারা কর্তৃপক্ষ। জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার)

ফরমান আলী সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত

করেছেন। কাদের মোল্লার আইনজীবী তাজুল ইসলাম

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,

‘আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। জেল

কর্তৃপক্ষের ডেকে পাঠানোর

বিষয়টিকে আমাদের কাছে ভালো লক্ষণ

মনে হচ্ছে না।’ ফরমান আলী বলেন, ‘কাদের মোল্লার

পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করার

জন্য অনুমতি চেয়েছিল। এরই

পরিপ্রেক্ষিতে তাদের

অনুমতি দেয়া হয়েছে।’ কাদের মোল্লার স্ত্রীর

কাছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের

পাঠানো চিঠিতে বলা হয়েছে-‘আপনার

স্বামী জনাব আব্দুল কাদের মোল্যা, পিতা-

আত্মীয়স্বজনকে জরুরি ভিত্তিতে অদ্য

১০/১২/২০১৩ ইং তারিখ রাত ০৮:০০ ঘটিকার মধ্যে আপনার স্বামীর

সাথে সাক্ষাৎ করার জন্য

বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’ এর আগে সকালে ফরমান আলী সাংবাদিকদের

বলেন, ‘যেদিন ওয়ারেন্ট পেয়েছি, সেদিন

থেকে সাত দিন কার্যকর হবে। ৮ তারিখ

থেকে কাউন্ট ডাউন, সাত দিন। সরকারের

আদেশ-নির্দেশের অপেক্ষায় আছি।’ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন

করার বিষয়ে কাদের মোল্লার

কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানান

ফরমান আলী। তবে কাদের মোল্লা এ

বিষয়ে স্পষ্ট কোনো মতামত

জানাননি বলে তিনি দাবি করেন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.