![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন তার প্রবাহে চলতে থাকে
সে জানেনা কি হচ্ছে বা কি হবে
তবে প্রতিটি জীবনই একটা মোড়ে এসে দাঁড়ায়
যেখানে মানুষ ভাবে সে কি ফেলে এসেছে
বা কি তার ছিল বা কি হয়েছে
মানুষ বরাবরই সেটাই চায় যা তার নয়
আর তাকেই প্রত্যাখ্যান করে যা তার
মানুষের এই রকম আচরণ কেন করে
তা বলা সম্ভব নয়
তবে এই জন্য তাকে এক সময় আক্ষেপ করতে হয়
যা তাকে সারা জীবন পোড়ায়
আর এই পোড়ানোর মাধ্যমেই সে চিনতে পারে
তার অমূল্যবান সম্পদটাকে...............
©somewhere in net ltd.