নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদা সত্যের সাথে.।.।

তাকি খোন্দকার

নিজের বিরুদ্ধে গেলেও আমি সত্য কথা বলাই পছন্দ করব

তাকি খোন্দকার › বিস্তারিত পোস্টঃ

উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

বাংলাদেশে মাত্র ৭টি পাবলিক ইউনিভার্সিটিতে আইন বিষয়ে অনার্স করার সুযোগ আছে। এগুলোর একটি হল বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদায়লয়।
বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ এবং আধুনিক সিলেবাসের আলোকে আইন (৪ বছরে অনার্স) কোর্স চালু করা হয়েছে। ২০১৪ ইং সন থেকে চালু হওয়া আইন বিষয়ে এখানে বর্তমান ছাত্র সংখ্যা প্রায় ৪০০ জন (পাস কোর্স ব্যাতিত)। আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর যোগ্যতার চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সীমিত কিছু মেধাবী শিক্ষার্থীই কেবল এখানে পড়ার সুযোগ পায়।

ভর্তি পদ্ধতি ও যোগ্যতাঃ বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি করা হয় ভর্তি পরীক্ষার মাধ্যমে। এখানে আইন বিষয়ের জন্য আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা হয় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৭.০০ থাকলে যে কোন বিভাগ আবেদন থেকে করা যাবে। তবে কোন (এসএসসি ও এইচএসসি) পরীক্ষাতে ৩.৫০ এর নিচে থকা যাবে না। পরীক্ষা হয় ১০০ নম্বরের। ভর্তি পরীক্ষা সাধারণত নভেম্বর/ ডিসেম্বর মাসে হয়ে থাকে।বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শেষন জটের কোন বালাই নেই। এজন্য চার বছরেই এখান থকে বের হওয়া যাবে।
যোগ্য শিক্ষক,শিক্ষকদের আন্তরিকতা, মানসম্পন্ন শিক্ষার্থী ভর্তি,সমৃদ্ধ পাঠাগার, আন্তর্জাতিক সহযোগ, ই-লার্নিং পদ্ধতি, আধুনিক সিলেবাস এবং মানসম্পন্ন শিক্ষার কারণে ইতিমদ্ধে এই বিশ্ববিদ্যালয় বেশ সুনাম কুড়িয়েছে।
বিস্তারিত জানার জন্য http://www.bou.edu.bd/

২০১৬-২০১৭ ইং শিক্ষাবর্ষের ভর্তি তথ্যঃ
এবার আইন বিষয়ে (প্রোগ্রামে) চতুর্থ ব্যাচের (রবি-বুধ ব্যাচে ৩য়) ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে (নিজেস্ব ক্যাম্পাস) রবি-বুধ এবং চাকুরিজীবী শীক্ষার্থীদের জন্য শুক্র-শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে।

ভর্তি ফরম বিতিরণ শুরু হয়েছে। আবেদনের শেষ সময়/তারিখ ১৫ ডিসেম্বর ২০১৬।

আবেদন ফি ৪০০ টাকা। জনতা ব্যাংক, ঢাকা কলেজ গেট শাখাতে জমা দিতে হবে।

আবেদন পত্রের (পূরণকৃত ভর্তি ফরম) সাথে SSC & HSC অথবা সমমানের পরীক্ষার নম্বর পত্র এবং সনদ পত্রের সত্যায়িত ফটকপি এবং ব্যাংক রশিদ বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের ৩০৫ নং কক্ষে জমা দিতে হবে।

লিখিত পরীক্ষা ৬ জানুয়ারি, ২০১৭ রোজ শুক্রবার বিকাল ৩ টা হতে ৪টা পর্যন্ত। ২ জানুয়ারি, ২০১৭ পর পরীক্ষার স্থান বাউবির ওয়েবসাইট (http://www.bou.edu.bd) এবং ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ৮ জানুয়ারি ২০১৭।

মৌখিক পরীক্ষা ১৩ ও জানুয়ারি ২০১৭। স্থানঃ ঢাকা আঞ্চলিক কেন্দ্র। সময়ঃ সকাল ৯ টা ।

ভর্তি ২২ জানুয়ারি, ২০১৭ থেকে ৯ ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত।

ভর্তি পরীক্ষার পদ্ধতিঃ
বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠতিত হবে। ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের।

পরীক্ষার মান বন্টনঃ
বাংলা- ২৫
ইংরেজি- ২৫
সাধারণ জ্ঞান- ৫০ (বাংলাদেশ বিষয়াবলি-২৫, আন্তর্জাতিক বিষয়াবলি- ২৫)
পাশ মার্ক ৪০। প্রতি অংশে ৪০% মার্ক পেতে হবে।
নেগেটিভ মার্ক নেই।

আসন সংখ্যাঃ
রেগুলার (রবি-বুধ) ব্যাচে এবার আসন সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে। শুক্র-শনি ব্যাচের আসন সংখ্যা এখনো জানা যায় নি।

কোর্স ফিঃ
প্রতি কোর্স ২০০০ হাজার টাকা তবে Allied কোর্স ১০০০ টাকা। রেজিস্ট্রেশন ফি প্রতি সেমিস্টার ১০০০ টাকা। Allied বিষয় সহ মোট কোর্স ৪০ টি।

বি.দ্রঃ উল্লিখিত যে কোন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
বিশ্ববিদ্যালয়ের সহিত যোগাযোগঃ
০২-৫৮৬১৩২১৭
০২-৯৬৭৩৬৬৯
০২-৯২৯১১০৮

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.