নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযাচিত

যেদিন জানব...!

ঝরনা-কলম

কোনকিছুর সমাপ্তিতে দুঃখবোধ কর না, বরং সুখী হও ব্যাপারটা তোমার জীবনে ঘটেছে !

ঝরনা-কলম › বিস্তারিত পোস্টঃ

টুকরো কথা :)

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১৫

সামনে টার্ম ফাইনাল, মাত্র পিএল শুরু, পিএল শুরু মানে ট্যুর শুরু, গণহারে মুভি দেখা, এদিক সেদিক ঘুরাঘুরি, আরো কত কি...এক কথায় ক্লাস চলাকালীন সময় যেসব সুবিধা থেকে বঞ্চিত হতে হয়, সব যেন গোগ্রাসে হজম করার এক প্রতিযোগিতা চলে ;)। ওহ, পাহাড় সমান পড়াশোনা, বস্তাপঁচা লেকচার তোলা/ফটোকপির কথাই বা বাদ থাকবে কেন X(? এত কিছু করার পর সময় থাকুক না থাকুক পড়াশোনাটা করতেই হয় :P



প্রতি পিএল শুরুর কালে বারবার মনে হয়, এই তো আর কয়েকদিন পর এই অতিপরিচিত পিএলও বিরক্ত করার জন্য আসবে না। ভাববেন না, আমার এখানেই শেষ B-) !! আমার জন্য আরো একের অধিক পিএল অপেক্ষা করতেছে...:D আমি জানিনা, অন্যদের ক্ষেত্রে কিরকম, কিন্তু আমার কাছে এখানকার প্রতিটা মুহূর্ত অসাধারণ মনে হয়। হ্যাঁ, এটা ঠিক, ক্লাস/ল্যাব/কুইজ অনেকের ক্ষেত্রে বিরক্তির উদ্রেক করে(অন্তত, আমার ক্ষেত্রেও তাই, তবে মাঝে মাঝে ব্যতিক্রম অবশ্যই থাকে :) )। বলতে ভুলে গেলাম, এই পোস্ট কিন্তু বিশিষ্ট আঁতেলদের জন্য নয় ;)



আমার এখনো মনে পড়ে, যেদিন প্রথম বুয়েটে আসি, একটু ভয়, একটু সংকোচ, পারব তো এতসব ট্যালেন্টের সাথে তাল মিলাতে; তারপর এই অচেনা পরিবেশে আমারই মত আরো কয়েকজনের সাথে পরিচয়...

তারপর কতবার বিস্তীর্ণ উজানে হারালাম, কিন্তু কখনো একা ছিলাম না, ছিলাম আমারই মত আরো অনেকের সাথে :)। আমাদের হয়ত সারাটাক্ষণ মুখবুঁজে পড়ালেখা করতে ভালো লাগে না, অথবা জীবনে বেশখানিক প্রতিযোগিতা করে আসার পর আর প্রতিযোগিতায় নামতে ভাল্লাগে না, অথবা যা করতে মন চায় না, তা জোর করে করার তো মানে হয় না। জীবনে তো অনেক ছুটাছুটি হলো, এবার না হয় ফ্রেমের আড়ালে গিয়ে অন্যভাবে এই জগৎটাকে চিনতে শিখি :P!



এই করতে করতে কবে আইডিয়াল স্টুডেন্টটাকে বিদায় জানিয়েছি খেয়াল নেই। আগে স্কুলে থাকতে যখন দেখতাম, কোনো অমনযোগী ছাত্র/ছাত্রীকে প্রত্যেক টিচারের কাছে শাস্তিস্বরূপ স্কেলের বাড়ি খেতে বা বেঞ্চের উপর কান ধরে দাঁড়ায় থাকতে, আমি কোনো মতেই বুঝতাম না, কিভাবে সারাদিন এরা পড়াশোনার জন্য এতটুকু সময়ও বের করতে পারে না :-*!!! এখন আমি জানি এর উত্তর ;)



ফলস্বরূপ, আমাদের জীবনটা এখন অনেকটা টাইমার ফলো করার মত হয়ে গেছে। যেমন, পরেরদিন সকাল ৯টায় কোনো পরীক্ষা আছে, উচিত আগের দিন রাতে পড়তে বসা বা হাল্কা প্রিপারেশন নিয়ে রাখা। কিন্তু তা না, সারারাত পরে আছে, চল ঘুরে আসি, দেখি সিনিয়র কারো কাছ থেকে কিছু খসানো যায় কিনা, চল টিটি/কার্ড খেলে আসি, এই ভালো মুভি থাকলে দে, চল পলাশী যাই, ইত্যাদি, ইত্যাদি। এই করতে করতে রাত/ভোর শেষ হয়েও যায়। দেখি, হাল্কা ঘুম দিয়ে ক্লাস বাঙ্ক দিয়ে পড়তে বসব। হঠাৎ পাশের রুমের বন্ধুর ডাকাডাকিতে ঘুম ভাঙ্গে, এই, ক্লাসে যাবি না। সকাল ৮.০৫ বাজে, মানে হাতে এখনও পড়ার জন্য ৫৫মিনিট আছে, অন্নেক সময় :D :D । [পরীক্ষা কেমন হয়, তা বলার অবকাশ নাই :-/]



এভাবে করে করে একটা একটা দিন যায়, আর টেরই পাওয়া যায় না, কখন শুরু হওয়া একটা নতুন টার্ম কিভাবে চোখের পলকে শেষ হয়ে যায়। প্রতি টার্মের শুরুতে মনে মনে প্রতিজ্ঞা করি, এই টার্মে কোপায়ে পড়াশোনা করব, আবার ভালো হয়ে যাব। কিন্তু তা আর হয় না। অবশ্য এটা করতে গেলে, জীবন থেকে যে কত হাসি-তামাশা-পঁচানিকে বিদায় জানাতে হবে :-/!!! যারা একবার এসবের সংস্পর্শে চলে এসেছে, আমার মনে হয় না, সে এগুলোকে সহজে বিদায় জানাতে চাইবে। :)











মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১২ রাত ১:৪৫

কামরান মানছুর বলেছেন: আহারে সেই পি এল, আর আসে না ফিরে। সারা টার্ম ধরে অপেক্ষা, কবে পি এল শুরু হবে, রাতভর ল্যান এ গেম খেলবো ........

২| ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:৫২

ঝরনা-কলম বলেছেন: একরাশ সমবেদনা রইল :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.