![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসবাসের জন্য সবচেয়ে খারাপ শহরের
তালিকায় আবারও দ্বিতীয় হলো
ঢাকা। যুক্তরাজ্যভিত্তিক
আন্তর্জাতিক বাজার গবেষণা
প্রতিষ্ঠান-ইকোনমিস্ট ইন্টেলিজেন্স
ইউনিট (ইআইইউ) এই তালিকা প্রকাশ
করেছে। সিরিয়ার দামাস্কাসের
পরের অবস্থানেই রয়েছে ঢাকা। গত
বছরও ঢাকা দ্বিতীয় অবস্থানে ছিল।
এবারও ঢাকার পাওয়া নম্বরেরও
কোনো পরিবর্তন হয়নি। আর দামাস্কাস
গত বছরের চেয়ে কম নম্বর পেয়েছে।
বিশ্বের ১৪০টি শহরের ওপর জরিপ করে
প্রতিবছর 'বৈশ্বিক বসবাস উপযোগিতা
সূচক' প্রকাশ করে ইআইইউ। অপরাধের
মাত্রা, সংঘাতের ঝুঁকি,
স্বাস্থ্যসেবার মান, বাধা-নিষেধের
মাত্রা, তাপমাত্রা এবং শিক্ষা ও
যোগাযোগব্যবস্থা বিবেচনায় নিয়ে
বসবাসের উপযোগী শহরের ওই তালিকা
করা হয়। এতে বসবাসের জন্য সবচেয়ে
ভালো শহর বিবেচিত হয়েছে
অস্ট্রেলিয়ার মেলবোর্ন। মোট ১০০
নম্বরের মধ্যে মেলবোর্নের নম্বর ৯৭.৫।
আর ঢাকার নম্বর ৩৮.৭। দামাস্কাসের
নম্বর ২৯.৩।
ইআইইউর সূচক তৈরিতে মোট ১০০ নম্বরের
মধ্যে ২৫ নম্বর বরাদ্দ রাখা হয়
স্থিতিশীলতার জন্য। ২০ নম্বর
স্বাস্থ্যসেবার জন্য। এ ছাড়া সংস্কৃতি
ও পরিবেশের জন্য ২৫ নম্বর, শিক্ষার জন্য
১০ এবং অবকাঠামোর জন্য ২০ নম্বর ধরে
তালিকা করা হয়। মোটা দাগের এসব
ক্যাটাগরির ভেতরে অবশ্য আরো অনেক
সাব-ক্যাটাগরি থাকে। যুদ্ধবিদ্ধস্ত
দেশ সিরিয়ার রাজধানী
দামাস্কাসের মতো স্থিতিশীলতার
বড় সংকট না থাকলেও শিক্ষা, স্বাস্থ্য,
পরিবেশ ও অবকাঠামোর দিক দিয়ে
ঢাকা অনেক পিছিয়ে আছে। এগুলোর
কোনো উন্নতি হচ্ছে না বলেই বাজে
শহরের তালিকায় ঢাকা প্রতিবছর
খারাপ অবস্থানে থাকছে। এই নিয়ে
তিন বছর ঢাকা বসবাসের অযোগ্য শহরের
তালিকায় দ্বিতীয় অবস্থান পেল।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ঢাকা
কত নম্বর পেয়েছে তা জানা যায়নি।
তবে গত বছর স্থিতিশীলতার দিক
দিয়ে ১০০'র মধ্যে ঢাকার নম্বর ছিল ৫০।
স্বাস্থ্যসেবায় ২৯.২, সংস্কৃতি ও
পরিবেশে ৪৩.৩, শিক্ষায় ৪১.৭ ও
অবকাঠামোতে ২৬.৮। গত বছর
স্থিতিশীলতার দিক দিয়ে
দামাস্কাসের নম্বর ছিল ১৫। অন্য তিন
বিষয়ের দুটিতে দামাস্কাস এগিয়ে
ছিল বাংলাদেশের চেয়ে। এমনকি
স্থিতিশীলতার দিক দিয়ে পিছিয়ে
থাকলেও শিক্ষা, স্বাস্থ্য ও
অবকাঠামোর দিক দিয়ে
পাকিস্তানের করাচি
বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে
আছে।
বসবাসের যোগ্যতায় সবচেয়ে উন্নতি
করেছে জিম্বাবুয়ের হারারে। গত পাঁচ
বছরে ৫.১ পয়েন্ট বাড়িয়ে ওই শহরটি এখন
১৩৩ নম্বরে আছে। এ ছাড়া নেপালের
কাঠমাণ্ডু, সংযুক্ত আরব-আমিরাতের
দুবাই, চীনের পেইচিং,
আজারবাইজানের বাকু ও কেনিয়ার
নাইরোবিও আছে উন্নতির সেরা দশের
তালিকায়। অবনতির দিক দিয়ে
প্রথমেই আছে সিরিয়ার দামাস্কাস।
এর পরের অবস্থানে ইউক্রেনের কিয়েভ,
লিবিয়ার ত্রিপোলি, তিউনিসিয়ার
তিউনিসসহ কয়েকটি শহর।
সেরা পাঁচ শহর : ইআইইউর তালিকায়
সেরা পাঁচ শহরের তিনটি কানাডায় ও
দুটি অস্ট্রেলিয়ায়। সেরা পাঁচ শহর ও
প্রাপ্ত নম্বর হলো-অস্ট্রেলিয়ার
মেলবোর্ন (৯৭.৫), অস্ট্রিয়ার ভিয়েনা
(৯৭.৪), কানাডার ভ্যানকুভার (৯৭.৩) ও
টরন্টো (৯৭.২) এবং যৌথভাবে
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড (৯৬.৬) ও
কানাডার ক্যালগেরি (৯৬.৬)।
অযোগ্য পাঁচ শহর : বসবাসের অযোগ্য
শীর্ষ পাঁচ শহর হলো-সিরিয়ার
দামাস্কাস (২৯.৩), বাংলাদেশের
ঢাকা (৩৮.৭), পাপুয়া নিউগিনির পোর্ট
মোরসবি (৩৮.৯), নাইজেরিয়ার লাগোস
(৩৯.৭) ও লিবিয়ার ত্রিপোলি (৪০)।
তথ্যসূত্রঃ কালের কন্ঠ
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৭
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: !
২| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: তাই তো আমি ঢাকার বাইরে থাকি
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৮
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: :p
৩| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: বসবাসের অযোগ্য শহরেই যে সংখ্যক মানুষ থাকে, অার যদি বসবাসের যোগ্য হতো; তাহলে কী ভয়াবহ অবস্থাই না হতো!
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৮
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: চিন্তার বিষয়
৪| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই অর্জনের পদক নিতে আমাদের মহা ম্ত্রীরা কি গব্বিত বিবৃতি দেবেন না!!!!!!!!
এটা্ও কি কারো স্বপ্ন ছিল কিন? বলবেন না!
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫২
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হুমম স্বপ্ন
৫| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৪
রিকি বলেছেন: এক নম্বরে কেন আসেনি--- এটা একটা সম্মানহানির বিষয়!!!!
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৭
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হুমম
৬| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৩
মুরশীদ বলেছেন: এখনো তো প্রথম হইনি
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৭
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ও
৭| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১২
সুমন কর বলেছেন: দ্বিতীয় কেন প্রথম হবার কথা ছিল।
কারচুপি হইছে.....
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৮
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: চিন্তার বিষয়, তদন্ত করা প্রয়োজন
৮| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১৮
রামন বলেছেন:
ঢাকা বসবাসের জন্য অযোগ্য হলেও শান্তি ও নিরাপদের সাথে বসবাসের ক্ষেত্রে বাংলাদেশ এই উপমহাদেশের অন্যান্য দেশগুলো থেকে রেঙ্কিংয়ে যথেষ্ট এগিয়ে আছে৷ জরিপে দেখা যায় শুধুমাত্র উপমহাদেশ নয়, বসবাসের জন্য বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বেশী নিরাপদ। যদি সরকার এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির জরিপের সূচক গুরুত্ব সহকারে আমলে নিয়ে অসহায় ব্লগারদের সাথে বিমাতা সুলভ আচরণ বাদ দিয়ে ব্যাঙের ছাতার মত মাথাচাড়া দিয়ে উঠা মৌলবাদী জঙ্গিদের শক্ত হাতে দমন ও সমূলে উচ্ছেদ করতে সমর্থ হয় তাহলে আগামীতে এই দেশ ইউরোপের শান্তিপূর্ণ ও নিরাপদ দেশগুলোর কাতারে আসতে পারবে।
http://www.visionofhumanity.org/#page/indexes/global-peace-index/2015/BGD/OVER
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৭
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হুম, তবে ততদিন জঙ্গি দমন সম্ভব হবেনা, যতদিন না জঙ্গি উত্থান এর করন গুলো দমন করা যাবে।
এই জন্য সবার আগে ধর্মদ্বেষী মুক্তমনা ভাইরাস দমন করতে হবে, তাহলে জঙ্গি ভাইরাস বংশ বৃদ্ধির কোন ইস্যু পাবেনা এবং দমন কারা সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।
অন্যথায় সুধু পুলিশ আর জঙ্গির যুদ্ধ যুদ্ধ খেলাই প্রত্যক্ষ করতে হবে।
৯| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪০
প্রামানিক বলেছেন: ঢাকা প্রথম হলেও অসুবিধা নাই তারপরেও আমাকে ঢাকায় থাকতে হবে। ধন্যবাদ
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০১
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হুমম, কি আর করবেন ভাগ্যের লিখন
১০| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১২
মোগল সম্রাট বলেছেন: মজার ব্যাপার হলো তারপরও এই বসবাসের অযোগ্য শহরেই অনেক যোগ্য লোক বাস করে, কত মানুষ যোগ্যতার প্রমান দিতে এই শহরেই ভীর জমায় প্রতিদিন প্রতিরাতে.........................!!!!!
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৭
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আর তারা সবাই নিজেকে নিয়েই ভাবে, শহরটাকে নিয়ে ভাবেনা।
তাই আজ শহরটার এই দশা।
১১| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৮
এহসান সাবির বলেছেন: ঢাকার পাশের শহর গুলোতে চলে যাবো.....
২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৩
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: :-)
১২| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪০
ঘুড্ডির পাইলট বলেছেন: দুঃখজনক হলেও সত্যি যে জীবিকা নির্বাহে আমাকে এই বিষাক্ত শহরে থাকতে হচ্ছে
২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৫
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন:
১৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪২
রঙিন মানব বলেছেন:
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: o.O
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আগামী কিছুবছর পর ১ নাম্বারেই দেখা যাবে। চিন্তার কিছু নেই।